Paschim Bardhaman: সিসিটিভি ক্যামেরা এড়িয়ে দোকান থেকে চুরি লক্ষাধিক টাকার মোবাইল ফোন

Last Updated:

অন্ডাল থানার দক্ষিণ বাজার মসজিদের সামনের ঘটনা। দোকানের দেওয়াল কেটে মোবাইল দোকান থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার মোবাইল ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ।

+
সিসিটিভি

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের হাদিস পড়ার চেষ্টা করছেন এক পুলিশ কর্মী।

অন্ডাল: শুক্রবার গভীর রাতে অন্ডালের একটি মোবাইলের দোকানে দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার দক্ষিণ বাজার মসজিদের সামনে। দোকানের দেওয়াল কেটে মোবাইল দোকান থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার মোবাইল ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ। এমনটাই জানিয়েছেন দোকানের মালিক সিরাজুল ইসলাম। সিরাজুল বাবু জানান, প্রত্যেক দিনের মতোই তিনি শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।শনিবার সকালে আবার দোকান খুলতে আসেন। দোকান খুলে দেখেন, দোকানের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। তারপরেই নজর পড়ে দেয়ালের দিকে। সেখানে দেখা যায় দেওয়াল কাটা অবস্থায় রয়েছে। তখন তিনি বুঝতে পারেন, রাত্রে বেলায় দোকানে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। দোকানের দেওয়াল কেটে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত মোবাইল এবং দোকানের জিনিসপত্র।দোকানের দেওয়ালের কাটা অংশ দিয়েই চোরেরা দোকানের সর্বস্ব চুরি করে চম্পট দিয়েছে। তিনি আরও জানান, দোকানের প্রায় সব দিকেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরায় সেই অর্থে কিছু ধরা পড়েনি। সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে। কিন্তু দোকানে এত পরিমান সিসিটিভি ক্যামেরা লাগানো সত্ত্বেও, চুরি আটকানো গেল না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। দোকানের মালিক বলছেন, আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মোবাইল ও মোবাইলের এ জন্য ব্যবহার্য আরও বেশ কিছু জিনিস এবং দোকানে থাকা ক্যাশ সব কিছুই ফাঁকা করে দিয়েছে দুষ্কৃতীরা। দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু জনবহুল এলাকার দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: সিসিটিভি ক্যামেরা এড়িয়ে দোকান থেকে চুরি লক্ষাধিক টাকার মোবাইল ফোন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement