হোম /খবর /পশ্চিম বর্ধমান /
লটারি কাটেন? সাবধান হন আজই! যা ঘটনা ঘটছে বাংলায়, সর্বস্ব খুইয়ে ফেলতে পারেন

Lottery News: লটারি কাটেন? সাবধান হন আজই! যা ঘটনা ঘটছে বাংলায়, সর্বস্ব খুইয়ে ফেলতে পারেন

X
লটারি [object Object]

Lottery News: কুলটির বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে বিক্রি হচ্ছে অবৈধ ঝাড়খন্ড লটারি।

  • Share this:

কুলটি, পশ্চিম বর্ধমান : বিরক্ত হয়ে যাচ্ছেন মানুষ। অথচ প্রশাসনের নজর এড়িয়ে চলছে বেআইনি কাজ। বড়লোক হওয়ার নেশায় ফকির হয়ে যাচ্ছেন অনেকে। লোভ দেখিয়ে চলছে কারবার। যদিও প্রশাসন অভিযান চালিয়েছিল। ফলে সাময়িক বন্ধ হয়েছিল অবৈধ কারবার। তবে ফের কারবার শুরু হয়েছে অবৈধ ঝাড়খণ্ড লটারির। কুলটির বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে বিক্রি হচ্ছে অবৈধ ঝাড়খন্ড লটারি। যে অবৈধ লটারির জেরে বেশিরভাগ দিন আনা, দিন খাওয়া মানুষজন কার্যত ফকির হয়ে যাচ্ছেন।

বেশি পুরস্কার মূল্যের লোভ দেখিয়ে বিক্রি হচ্ছে ঝাড়খণ্ড লটারি। অথচ ভাগ্যের শিকে ছিঁড়ছে না কারোর। ফলে বড়লোক হওয়ার আশায় আরও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন সেই সমস্ত মানুষ। তাই শীঘ্র অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি উঠছে কুলটির বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: কলকাতার এই ৫ খাবার না খেলে জীবনই প্রায় বৃথা! কোথায় পাওয়া যায় দেখুন, চমকে উঠবেন

প্রসঙ্গত, বিগত কয়েক মাস আগেও অবৈধ ঝাড়খণ্ড লটারির রমরমা শুরু হয়েছিল কুলটি এবং জামুরিয়ার বিভিন্ন এলাকায়। তবে সে সময় জামুরিয়া পুলিশ অভিযান চালিয়ে অবৈধ লটারি কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল। যার ফলে বন্ধ হয়েছিল ঝাড়খণ্ড লটারির রমরমা। তবে ফের কুলটির বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ ঝাড়খন্ড লটারি বিক্রি হচ্ছে। অভিযোগ, বেশি পুরস্কার মূল্য এবং বিক্রেতাদের বেশি অর্থ কমিশনের লোভ দেখিয়ে এই লটারি বিক্রি করানো হচ্ছে। রাজ্যের বৈধ লটারির মতোই তিনটি সময় হচ্ছে খেলা।

আরও পড়ুন: ফাঁকা মাঠে কী পড়ে ওটা, দেখল কয়েকজন কিশোর, আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ল কুলপি

অথচ অনেকের অভিযোগ যে, পুরস্কার মূল্যের কথা বলা হচ্ছে, সেই পুরস্কার দেওয়া হচ্ছে না। তাছাড়াও পুরস্কার দেওয়ার জন্য নেই কোন ডিলার। ফলে টিকিট এ জিতলে আর্থিক পুরস্কার মূল্য পাওয়ার নিশ্চয়তাও নেই। তাছাড়াও এই লটারি থেকে রাজ্য কোনও রাজস্ব পায় না। তাই সব মিলিয়ে ক্ষতির হাত থেকে মানুষকে বাঁচাতে, অবৈধ ঝাড়খন্ডের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি উঠছে বিভিন্ন মহলে।

Nayan Ghosh

Published by:Suman Biswas
First published:

Tags: Lottery news, West Bengal lottery News