South 24 Parganas News: ফাঁকা মাঠে কী পড়ে ওটা, দেখল কয়েকজন কিশোর, আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ল কুলপি

Last Updated:

South 24 Parganas News: এই বোমাটি ফাঁকা মাঠের মাঝখানে খেলতে গিয়ে পড়ে থাকতে দেখে কয়েকজন কিশোর।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কুলপি : আবারও কুলপি থেকে উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারা বৈদ্য গ্রামের ফাঁকা মাঠ থেকে এই বোমা উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলুপি থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। এই বোমাটি ফাঁকা মাঠের মাঝখানে খেলতে গিয়ে পড়ে থাকতে দেখে কয়েকজন কিশোর। তাদের মাধ্যমে খবর পেয়ে গ্রামবাসীরা খবর দেয় পুলিশকে।
পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বোমাটি কোথা থেকে এল তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা বোমা রেখে গিয়েছে। তবে এলাকার মানুষ বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।
advertisement
advertisement
এর আগে কুলপির ছামানামুনি থেকে গতবছরের নভেম্বর মাসে একাধিক বোমা উদ্ধার হয়েছিল। সেসময় বোমার আঘাতে এক কিশোর আহতও হয়েছিল। লাগাতার বোমা উদ্ধারের পড় আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে।
আর আবারও এই বোমা উদ্ধার হওয়ায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। তবে আগের ঘটনা থেকে সকলে সতর্ক থাকায় বড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ।
advertisement
----নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফাঁকা মাঠে কী পড়ে ওটা, দেখল কয়েকজন কিশোর, আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ল কুলপি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement