Asansol News: 'কেউ এককাপ চা'ও খাওয়ান না', আদালত চত্বরে হঠাৎ বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি

Last Updated:

Asansol News: গরু পাচার সংক্রান্ত কিছু কথোপকথন রয়েছে ওই অডিও বার্তায়। যেখানে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের ছেলের নাম জড়িয়েছে বলে অভিযোগ

+
title=

আসানসোল: একটি মামলায় আসানসোল আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। হাজিরা দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। আক্ষেপের সুরে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, কেউ এক কাপ চা'ও খেতে বলেন না। কিন্তু হঠাৎ কেন এমন বললেন তিনি? কি বা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল বিজেপি নেতার দিকে?
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই একটি অডিও বার্তা নিয়ে উত্তাল রয়েছে আসানসোলের কুলটি। গরু পাচার সংক্রান্ত কিছু কথোপকথন রয়েছে ওই অডিও বার্তায়। যেখানে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের ছেলের নাম জড়িয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক
সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বলেছেন, এমন একজন বিজেপি নেতার দিকে গরু পাচার সংক্রান্ত অভিযোগ তোলা হচ্ছে, যিনি একটি গোশালা চালান। যেখানে অসুস্থ এবং বয়স্ক গরুদের সেবা-শুশ্রূষা করা হয়। ফলে তারদিকে গরু পাচার সংক্রান্ত অভিযুক্ত ওঠা উচিত নয় বলেই দাবি করেছেন জিতেন্দ্র তিওয়ারি।
advertisement
একই সঙ্গে গরু পাচার সংক্রান্ত বিষয়ে লেনদেনের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র অধিকারী বলেছেন, বিজেপি নেতাদের কেন কেউ টাকা পয়সা দেবে? এসব কাজকর্মে যাদের মদত রয়েছে অর্থাৎ প্রশাসনের দিকে ঘুরিয়ে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তখনই জিতেন্দ্র তেওয়ারি বলেছেন, বিজেপি নেতাদের কেউ সম্মান করেন না।
পুলিশ প্রশাসন কথা শোনে না বিজেপি বিধায়কের। এমনকি সরকারি বিভিন্ন বৈঠক থেকেও বিজেপি বিধায়করা বঞ্চিত হন বলে অভিযোগ তুলেছেন তিনি। তখনই আক্ষেপের সুরে জিতেন্দ্র তিওয়ারিবলেছেন, বিজেপি নেতাদের কেউ এক কাপ চা'ও খেতে বলেন না। তাহলে এই দুর্নীতির লেনদেনে কী ভাবে বিজেপি বিধায়কের জড়িয়ে থাকার বিষয়টি উঠে আসছে, ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News: 'কেউ এককাপ চা'ও খাওয়ান না', আদালত চত্বরে হঠাৎ বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement