West Burdwan News : রাজ্য সড়কের পাশে জঙ্গলে উদ্ধার কয়েকশো হেলমেট, ঘটনায় বাড়ছে রহস্য

Last Updated:

Mysterious Incident : বিপুল সংখ্যক এই হেলমেট উদ্ধারের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বন দফতরের আধিকারিকরা। অস্বস্তিতে পুলিশও। কাঁকসা মোরগ্রাম রাজ্য সড়কের পাশে জঙ্গলে এই বিপুল সংখ্যক হেলমেট উদ্ধার করা হয়েছে। 

+
হেলমেট

হেলমেট উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ।

নয়ন ঘোষ, কাঁকসা, পশ্চিম বর্ধমান : রাজ্য সড়কের পাশের জঙ্গলে উদ্ধার কয়েকশো হেলমেট। অথচ এই হেলমেটগুলি এলো কোথা থেকে, কে বা কারা এই হেলমেট ফেলে গিয়েছেন, কী উদ্দেশ্য নিয়ে এই হেলমেটগুলি ফেলে যাওয়া হয়েছে, কেনইবা ফেলে যাওয়া হয়েছে এই হেলমেটগুলি, কোনও প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত যাওয়া যায়নি।
তবে বিপুল সংখ্যক এই হেলমেট উদ্ধারের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বন দফতরের আধিকারিকরা। অস্বস্তিতে পুলিশও। কাঁকসা মোরগ্রাম রাজ্য সড়কের পাশে কাঁকসা ২ নম্বর কলোনি এলাকায় রাস্তার পাশে জঙ্গলে এই বিপুল সংখ্যক হেলমেট উদ্ধার করা হয়েছে। এদিন সকালে হঠাৎ করে রাস্তার পাশে হেলমেট পড়ে থাকলে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিকরা। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। কিন্তু এখনও পর্যন্ত এই রহস্যের কোনও সমাধান হয়নি।
advertisement
আরও পড়ুন : স্কুলপড়ুয়াদের হাতে মাত্র ৪ হাজার টাকায় তৈরি হল ড্রোন
জানা গিয়েছে, পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে কাঁকসার দু নম্বর কলোনি এলাকায় বিপুল পরিমাণে হেলমেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বন দফতরের জায়গা থেকে উদ্ধার হওয়ায় সমস্যায় পড়েছেন বন দফতরের আধিকারিকরা। কে বা কারা এই হেলমেট ফেলে দিয়ে যায় তা জানা যায় নি। তবে বন দফতরের জায়গায় হেলমেটগুলি পড়ে থাকার কারনে, সে গুলিকে অন্যত্র সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ও পানাগড় বন বিভাগের আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন :  নতুন কীটনাশকের কামাল, দ্বিগুণ সময় কার্যকরী, দাম কমিয়ে কৃষকদের দিন আর্জি মন্ত্রীর
যদিও এই হেলমেট সেনাবাহিনীর হেলমেট নয় বলেই সেনা সূত্রে জানানো হয়েছে। কারণ হেলমেটের উপরে ফায়ার ও নম্বর লেখা, যা সেনা বাহিনীর কোনও দফতর ব্যবহার করে না। ফলে, হঠাৎ করে বিপুল সংখ্যক হেলমেট কোথা থেকে এল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত সবাই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : রাজ্য সড়কের পাশে জঙ্গলে উদ্ধার কয়েকশো হেলমেট, ঘটনায় বাড়ছে রহস্য
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement