নতুন কীটনাশকের কামাল, দ্বিগুণ সময় কার্যকরী, দাম কমিয়ে কৃষকদের দিন আর্জি মন্ত্রীর

Last Updated:

এবার কম খরচে মিলবে উচ্চমানের কীটনাশক! ফার্ম ঘুরে দেখে আশাবাদী মন্ত্রী

Panchayat and Village development minister visited Purba Bardhaman
Panchayat and Village development minister visited Purba Bardhaman
#পূর্ব বর্ধমান: কীটনাশকের দাম কৃষকদের নাগালের মধ্যে রাখতে উদ্যোগী হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় একটি সংস্থার ধান চাষের প্রদর্শন ক্ষেত্র পরিদর্শন করেছেন মন্ত্রী। সেখানেই কম খরচে ভালো কীটনাশক তৈরির আবেদন জানান তিনি।
ধান গাছের ৫৫ দিনের মাথায় সেই জমিতে একটি বিশেষ কীটনাশক প্রয়োগ করা‌ হয়েছিল।তারও ৫৫ দিন পর অর্থাৎ ধান গাছের বয়স ১১০ দিন হলেও সেই জমিতে শোষক পোকার আক্রমণ ঘটেনি। স্বভাবতই ওই কীটনাশক দীর্ঘদিন কার্যকর রয়েছে ধান জমিতে। সেখানে পরিদর্শনের পর প্রদীপবাবু বলেন, "ওই কীটনাশক কার্যকর রয়েছে দীর্ঘদিন। সংস্থার চেয়ারম্যান পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রাজু শ্রফকে আমি অনুরোধ করেছি চাষিদের খরচ, আয়, ধানের দাম, সব কিছু বিবেচনা করে কীটনাশকের দাম নির্ধারণ করতে। যাতে চাষির নাগালের মধ্যে এর দাম থাকে। তাহলে এর বহুল ব্যবহার করতে পারবেন কৃষকরা। উপকৃত হবেন চাষিভাইরা।"
advertisement
advertisement
ধানে শোষক পোকার আক্রমণে নাজেহাল পূর্ব বর্ধমানের কৃষকরা। প্রচুর টাকা খরচ করে কীটনাশক প্রয়োগ করেও সুরাহা মিলছে না। চাষিদের সমস্যা বুঝতে মাঠে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। জেলার রায়না-২ ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। কথা বলেন চাষিদের সঙ্গে। কম দামে কার্যকরী কীটনাশকের ব্যবস্থা যাতে কৃষি দফতর করে সেই আর্জি জানান কৃষকদের অনেকেই।
advertisement
মন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল সহ কৃষি দফতরের আধিকারিকরা। কয়েকজন কৃষক শোষক পোকার আক্রমণ নিয়ে তাঁদের অসহায়তার কথা জানান। কিষান মাণ্ডিগুলিতে সমবায় বা কৃষি দফতরের মাধ্যমে যাতে কীটনাশক নায্যমূল্যে বিক্রি করা যায় ও সহজলভ্য করা যায় তার ব্যবস্থা করার আর্জি জানান।
advertisement
কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, "শোষক পোকার আক্রমণ হলেও এখনও ক্ষতির পরিমাণ নিয়ে আতঙ্কিত হওয়ার পরিস্থিতি নেই। তবে সরকারের তরফে সবরকম সহযোগিতা করা‌ হচ্ছে কৃষকদের। বিমা করানো থাকায় ফসলের ক্ষতি হলে চাষিরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।"
Saradindu Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নতুন কীটনাশকের কামাল, দ্বিগুণ সময় কার্যকরী, দাম কমিয়ে কৃষকদের দিন আর্জি মন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement