West Burdwan News : বছর শেষে পর্যটকদের উৎসাহ তুঙ্গে, মাইথনে পিকনিকের ভিড়
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
পাহাড়, নদী, জঙ্গলের সঙ্গমস্থল এই মাইথন। প্রত্যেক বছরই পিকনিকের সময় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এখানে।
#মাইথন : ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই পর্যটকদের উৎসাহ তুঙ্গে। পিকনিকের জন্য ভিড় জমাতে শুরু করেছেন উৎসাহী মানুষজন। পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বছরের শেষ সপ্তাহে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার আশপাশ থেকে তো বটেই, অন্য জেলা এবং ভিন্ন রাজ্য ঝাড়খন্ড থেকেও বহু পর্যটক মাইথনে এসে ভিড় করছেন পিকনিকের জন্য। পিকনিকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের মজা উপভোগ করতে চলতি বছরে বহু সংখ্যক পর্যটক আসছেন মাইথনে।
আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড ধারকদের লটারি! জানুয়ারিতে পাবেন ১ হাজার টাকা, নির্দেশিকা সরকারের
জেলার অন্যতম পর্যটনকেন্দ্র মাইথন। এখানে সারা বছরই অল্পবিস্তার পর্যটকদের ভিড় লেগে থাকে। কারণ পাহাড়, নদী, জঙ্গলের সঙ্গমস্থল এই মাইথন। যেখানে দামোদরের ওপর তৈরি ড্যাম এবং আশপাশের জঙ্গলে ঘেরা পাহাড় পর্যটকদের নজর করে সহজেই। প্রত্যেক বছরই পিকনিকের সময় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এখানে। যদিও বিগত দুবছর অতিমারি পরিস্থিতির জন্য পর্যটকদের ভিড় কম ছিল। তবে এ বছর পরিস্থিতি এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে থাকায়, পর্যটকদের লক্ষ্য করা যাচ্ছে মাইথনে। পিকনিকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উপভোগ করতে এখানে এসে ভিড় করছেন মানুষজন।
advertisement
advertisement
তবে শুধু মাইথন নয়, দুর্গাপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুচুক ডাঙ্গায় পিকনিকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে মাইথনে মানুষজনের ভিড় তুলনায় অনেকটা বেশি। পাশাপাশি এ বছর কাঁকসার জঙ্গলে পিকনিক নিষিদ্ধ হওয়ায়, মাইথনে ভিড় আরও কিছুটা বেড়েছে। তবে পর্যটকদের সঙ্গে সঙ্গে বেড়েছে পুলিশি নজরদারিও। পর্যটকদের নিরাপত্তা দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জনপ্রিয় পিকনিক স্পট গুলিতে রয়েছে পুলিশি প্রহরা এবং নজরদারি।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
December 28, 2022 3:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : বছর শেষে পর্যটকদের উৎসাহ তুঙ্গে, মাইথনে পিকনিকের ভিড়