West Burdwan News : রক্তের বন্ধনে জুড়ে গেলেন রোগী চিকিৎসকরা! রোগীদের রক্ত দিতে রক্তদান চিকিৎসকদের

Last Updated:

প্রত্যেকদিন থ্যালাসেমিয়া, দুর্ঘটনার শিকার অথবা প্রসূতিরা ভরতি হচ্ছেন। তাদের সকলের রক্তের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে আয়োজন করেছেন রক্তদান শিবিরের।

+
রক্ত

রক্ত দিচ্ছেন জেলা হাসপাতাল সুপার

আসানসোল, পশ্চিম বর্ধমান : এবার রোগীদের সঙ্গে চিকিৎসকদের রক্তের সম্পর্ক গড়ে উঠবে। তেমনই উদ্যোগ নিল আসানসোল জেলা হাসপাতাল।
আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে চিকিৎসকরা করলেন রক্তদান।
হাসপাতালের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে সুপার, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী – সকলেই রক্তদান করেছেন রোগীদের জন্য। সংকটের মুহূর্তে যাতে রোগীদের রক্ত নিয়ে ভাবতে না হয়, তাই এমন উদ্যোগ নিলেন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত, উৎসবের মরশুমে প্রত্যেক বছরই কিছুটা রক্তের সংকট দেখা দেয়। কিন্তু এবছর সেই রক্ত সংকট অনেকটা বেশি বলে মনে করছেন আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস। তিনি বলছেন, এখন হাসপাতালে এমনিতেই রোগীর চাপ বেড়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাস্তার মাস্টার থেকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে! ১৩০ দেশ থেকে সেরা দশে দীপ নারায়ণ
উৎসবের মরশুমে সেই ভাবে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে না। ব্লাড ব্যাংকেও রক্ত কম। অথচ প্রত্যেকদিন থ্যালাসেমিয়া, দুর্ঘটনার শিকার অথবা প্রসূতিরা ভরতি হচ্ছেন। তাদের সকলের রক্তের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে আয়োজন করেছেন রক্তদান শিবিরের।
advertisement
উৎসবের দিন হোক বা সাধারণ দিন, রোগীদের সুস্থ করে তুলতে প্রাণপাত করেন চিকিৎসকরা। কখনও কখনও রোগীর পরিবারের রোষের মুখেও পড়তে হয় তাদের। কিন্তু তারা নিজেদের ডিউটি থেকে কখনও দূরে সরে থাকেন না।
আরও পড়ুন: এও এক যশোদা! নিজের সন্তান রেখে ৯৮৫ গ্রাম ওজনের শিশুকে বাঁচালেন সাথী
জেলা হাসপাতালে চিকিৎসকরা এই কর্মসূচির মাধ্যমে বুঝিয়ে দিলেন। রোগীকে শুধু চিকিৎসা দেওয়া নয়, চিকিৎসার প্রয়োজনে তারা সমস্ত কিছু করতে রাজি। সেজন্যই চিকিৎসকরা যখন দেখেছেন ব্লাড ব্যাংকের রক্তের সংকট রয়েছে, অথচ হাসপাতালে রোগীর চাপ বেশি, তখন নিজেরা রক্তদান করেছেন রোগীদের জন্য।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : রক্তের বন্ধনে জুড়ে গেলেন রোগী চিকিৎসকরা! রোগীদের রক্ত দিতে রক্তদান চিকিৎসকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement