West Bardhaman News: রাস্তার মাস্টার থেকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে! ১৩০ দেশ থেকে সেরা দশে দীপ নারায়ণ

Last Updated:

রাস্তার মাস্টার বলেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এবার জগৎসভার শ্রেষ্ঠ আসন আলোকিত করবেন জামুড়িয়ার দীপ নারায়ণ নায়ক। প্রাথমিক স্কুল শিক্ষকের কৃতিত্বে গর্বিত বাংলা

+
title=

পশ্চিম বর্ধমান: চার দেওয়ালের মধ্যে শিক্ষাদানের চিরাচরিত পদ্ধতি পছন্দ হয়নি তাঁর। খুঁজে নিয়েছিলেন শিক্ষাদানের অভিনব পথ। সেই পথের সঙ্গে জুড়েছিল পথ শিশুরাও। রাস্তা হয়েছিল ক্লাসরুম। বাড়ির দেওয়ালে কালো রং করে তার হয়ে উঠেছিল ব্ল্যাকবোর্ড। শুধু শিক্ষাদান‌ই তাঁর যথেষ্ট বলে মনে হয়নি। তাই আদিবাসী পড়ুয়াদের পুষ্টিও পূরণের দায়িত্ব‌ও নিজের কাঁধে নিয়েছিলেন। বুঝেছিলেন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য শুধু ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষাদান করলে হবে না। প্রাথমিক শিক্ষার আলো পৌঁছে দিতে হবে অভিভাবকদেরও। সেই দীপ নারায়ণ নায়ক আজ রাস্তার মাস্টার থেকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত।
এই অভিনব পদ্ধতিতে শিক্ষাদান করতে গিয়েই দীপ নারায়ণ ‘রাস্তার মাস্টার’বলে পরিচিত হয়েছিলেন। আজ তিনিই আজ বসতে চলেছেন জগতসভার শ্রেষ্ঠ আসনে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা এই মর্মস্পর্শী শিক্ষক। জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। অভাবের সংসারে বড় হয়েছেন। কিন্তু তিনি বরাবর চেয়েছেন, আদিবাসী পরিবারের ছোট ছোট পড়ুয়ারাা যেন সঠিক শিক্ষায় বড় হয়। তাদের প্রাথমিক শিক্ষা ছাড়াও প্রয়োজন পুষ্টির। তাই তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার‌ও ব্যবস্থা করেছিলেন তিনি।
advertisement
advertisement
করোনার সময় স্কুল বন্ধ থাকায় নেমে এসেছিলেন রাস্তায়। ক্লাস রুমের বদলে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পড়ুয়াদের শিক্ষাদান করেন তিনি। রাস্তার ধারে বাড়ির দেওয়ালগুলিকে সুসজ্জিত করে সেখানেই চালান পড়াশোনা পাঠ। সম্প্রতি সেই রাস্তার মাস্টারের নাম মনোনীত করা হল গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ডের জন্য। যেখানে রয়েছে মোটা মূল্যের আর্থিক পুরস্কার। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডেরর প্রথম দশ ফাইনালিস্টের তালিকায় নাম উঠেছে দীপ নারায়ণ নায়ক।
advertisement
১৩০ টি দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জনকে। সেখানেই রয়েছে বাংলার এই কৃতী শিক্ষকের নাম। এই সম্মানে ভীষণ খুশি রাস্তার মাস্টার দীপ নারায়ণ। ছেলের এমন সাফল্য দেখে খুশি তাঁর পরিবার। খুশি ছোট ছোট পড়ুয়া এবং তাদের অভিভাবকরাও।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাস্তার মাস্টার থেকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে! ১৩০ দেশ থেকে সেরা দশে দীপ নারায়ণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement