Paschim Bardhaman: দোলযাত্রার প্রভাতফেরিতে ট্যাবলো বের করে যুদ্ধ থামানোর আর্জি

Last Updated:

দুবছর করোনার জেরে বসন্তের রং ফিকে হয়ে গেলেও, চলতি বছরে ফের স্বমহিমায় দুর্গাপুরের দোলযাত্রা। শহরের নানা জায়গায় নানা রঙিন চিত্র। কোথাও আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের, কোথাও আবার দোলযাত্রা উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

+
সিটি

সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে আয়োজিত বসন্ত উৎসব।

দুর্গাপুর: দোলযাত্রার আনন্দে মেতে উঠল দুর্গাপুর। বিগত দুবছর করোনার জেরে বসন্তের রং ফিকে হয়ে গেলেও, চলতি বছরে ফের স্বমহিমায় দুর্গাপুরের দোলযাত্রা। শহরের নানা জায়গায় নানা রঙিন চিত্র। কোথাও আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের, কোথাও আবার দোলযাত্রা উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। অতিমারির আতঙ্ক কাটিয়ে রঙের উৎসবে মেতে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুর। তবে আনন্দের মুহূর্তেও কোথাও যেন ধরা পড়েছে উদ্বেগের ছবি। দোলযাত্রার শোভাযাত্রায় রীতিমতো ট্যাবলো বের করে যুদ্ধ থামানোর আর্জি জানানো হয়েছে। যা রীতিমতো নজর কেড়েছে সবার। অন্যদিকে বসন্ত উৎসব, আবির উৎসব, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে জমজমাট শহর দুর্গাপুরের দোলযাত্রা। দোলযাত্রার দিন সকালে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ শোভাযাত্রার। স্থানীয় কাউন্সিলর এর উদ্যোগে দোল উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় মানুষজন। কেমিক্যাল মিশ্রিত রং বাদ দিয়ে বাংলার ঐতিহ্য বজায় রাখতে এই শোভাযাত্রায় আবির উৎসবের আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। আবার এখানেই যুদ্ধ থামানোর আর্জি নিয়ে একটি বিশেষ ট্যাবলো বের করা হয়েছিল। যা নজর কেড়েছে সবার। অন্যদিকে দুর্গাপুর সিটি সেন্টারে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। নবম বর্ষের বসন্ত উৎসবকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে উৎসবের মেজাজ। বসন্ত উৎসবে হাজির হয়েছিলেন দুর্গাপুরের মেয়র অনিতা মুখার্জি। সব মিলিয়ে দোলযাত্রার দিন নানা রঙের সাক্ষী থেকেছে শিল্পাঞ্চল দুর্গাপুর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দোলযাত্রার প্রভাতফেরিতে ট্যাবলো বের করে যুদ্ধ থামানোর আর্জি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement