Government Job Vacancy: উচ্চমাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারেন, জেলায়-জেলায় ভ্যাকেন্সি
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Government Job Vacancy: গোটা রাজ্য জুড়ে প্রায় তিন হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। ১২০ দিনের মধ্যে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকারে চাকরি,২৯২২ টি শূন্যপদ, কোথায়, কীভাবে করবেন আবেদন - জানুন
পশ্চিম বর্ধমান : রাজ্য সরকারের ডাটা এন্ট্রি অপারেটর পদে বহু সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে প্রচুর সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। গোটা রাজ্য জুড়ে প্রায় তিন হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে। জানা গিয়েছে, ১২০ দিনের মধ্যে সম্পন্ন হবে এই নিয়োগ প্রক্রিয়া। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
পদের নাম
ডাটা এন্ট্রি অপারেটর। (DEO)
advertisement
শূন্যপদ
রাজ্যের ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
আবেদনের বয়সসীমা
এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনগুলিতে বয়সের ক্ষেত্রে জাতি অনুযায়ী ছাড় পাওয়া যাবে কিন্তু ছাড় পেতে অবশ্যই জাতিগত শংসাপত্র দিতে হবে।
advertisement
আরও পড়ুন - Chanakya Niti: ‘এই’ গোপন কথাগুলি কখনই স্বামীদের বলবেন না স্ত্রী-রা, সুখী দাম্পত্যের গোপন চাবি
কারা আবেদন করতে পারবেন
রাজ্যের প্রত্যেক জেলা থেকে করা যাবে আবেদন। কিন্তু যে জেলার জন্য আবেদন করবেন, প্রার্থীকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
advertisement
এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে
আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই হায়ার সেকেন্ডারি (HS) পাস করতে হবে।
কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের কোর্স থাকা বাধ্যতামূলক।
জ্ঞান থাকতে হবে এমএস ওয়ার্ড, এক্সেলে।
আরও পড়ুন - Paschim Medinipur News: পরিষেবা দেওয়ার নাম করে লোক ঠকানোর কারবার, লক্ষ লক্ষ টাকা লুঠ, এবার পুলিশের হাতে
advertisement
চাকরির ধরণ
কর্ম প্রার্থীদের এক বছরের জন্য কন্ট্রাক্চুয়াল বা টেম্পোরারি পদে নিয়োগ করা হবে।
আবেদনের শুরু ও শেষ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আবেদন শুরু এবং শেষ জানতে নিয়মিত নজর রাখতে হবে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট - https://bsk.wb.gov.in/
advertisement
অফিসিয়াল বিজ্ঞপ্তি -https://drive.google.com/file/d/1bKFhNGdtNh3fM4AHxWkTD21WLsgMontv/view?usp=drivesdk
বেতন
এই পদে কর্মরতদের সরকারি নিয়ম অনুযায়ী মাইনে দেওয়া হবে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পে স্কেল নিয়ে কিছু জানানো হয়নি।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ১২০ দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই অফিশিয়াল ওয়েবসাইটের নজর রাখতে হবে আবেদন শুরুর দিন জানার জন্য।
advertisement
নিয়োগ পদ্ধতি
একটি নির্দিষ্ট তারিখে রাজ্যের সমস্ত আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ৫০টি মাল্টিপল চয়েস কোশ্চেনের ১০০ নম্বরের পরীক্ষা হবে। তারপর হবে একটি কম্পিউটার টেস্ট। এরপর সবকিছুর ফলাফল দেখে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী করা হবে নিয়োগ।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 7:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Government Job Vacancy: উচ্চমাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারেন, জেলায়-জেলায় ভ্যাকেন্সি