Panagarh News : সাবধান বাণী কে শোনে! অজ্ঞাত কারণে বারবার জঙ্গলে আগুন

Last Updated:

Panagarh News : জঙ্গলের ভেতরে বন বিভাগের কর্মীরা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে সফল হয়েছেন।

+
জঙ্গলে

জঙ্গলে লেগেছে আগুন

পশ্চিম বর্ধমান: দুপুর বারোটা নাগাদ কাঁকসার ৪ মাইল এলাকায় আগুন। আগুন লাগল জঙ্গলে। মোরগ্রাম রাজ্য সড়কের পাশের জঙ্গলে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে, কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেশ কিছুক্ষন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে আগুন রাতের দিকে লাগলে বন্য সম্পদ এবং বন্যপ্রাণীর আরও অনেক ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানাগড় বন দফতরের আধিকারিকরা। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসে রাস্তার ধারে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
advertisement
আরও পড়ুন: হাত দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল
তবে রাস্তার ধারে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারলেও, জঙ্গলের ভেতরে তারা পৌঁছতে পারেননি। ফলে জঙ্গলের ভেতরে বন বিভাগের কর্মীরা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে সফল হয়েছেন।
advertisement
অন্য দিকে, বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচাতে প্রশাসনিক ভাবে বিভিন্ন এলাকায় তাঁরা প্রচার চালিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ কোনও অজ্ঞতা কারণে বারবার জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন। জঙ্গলে আগুন লাগার ফলে ক্ষতি হচ্ছে বন সম্পদের।
যদিও এরপর তিনি বলে, প্রশাসন সজাগ রয়েছে এবং কাঁকসা থানার পুলিশ জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে। কিন্তু জঙ্গল রক্ষা করতে সাধারণ মানুষেরও সচেতনতা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panagarh News : সাবধান বাণী কে শোনে! অজ্ঞাত কারণে বারবার জঙ্গলে আগুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement