West Burdwan News : সংক্রমণ নিম্নমুখী হলেও করোনাবিধি মানতে হবে পুজো উদ্যোক্তাদের
- Published by:Uddalak B
Last Updated:
শহরের বিভিন্ন বড় পুজো মন্ডপ গুলিতে থাকবে একটি করে পুলিশ ক্যাম্প। তাছাড়াও বড় মণ্ডপ গুলিতে থাকছে পুলিশের সেফটি বাহিনী।
#পশ্চিম বর্ধমান: পুজোর আগে বাকি আর মাত্র দু'সপ্তাহ। পুজো মণ্ডপগুলি তৈরির কাজ প্রায় শেষের দিকে। তাই বিভিন্ন মণ্ডপ গুলি নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কিনা বা সমস্ত আপৎকালীন বিষয় সেখানে মজুদ থাকছে কিনা, তা খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা। এদিন শহর দুর্গাপুরের সমস্ত বড় পুজো মণ্ডল গুলি খতিয়ে দেখেন তিনি। খতিয়ে দেখেন সেখানে আপৎকালীন পরিস্থিতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ভাবে করা হয়েছে কিনা।
advertisement
পাশাপাশি পুজো উদ্যোক্তাদের প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সংক্রমণ নিম্নমুখী হলেও করোনা বিধিও মেনে চলতে হবে। কারণ প্রশাসন এই মুহূর্তে কোনও রকম ঝুঁকি নিতে চায় না।অন্যদিকে পুজো উপলক্ষে পুলিশের তরফ থেকে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দর্শনার্থীরা বিপদে পড়লে যাতে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য পান, তার জন্য পুলিশের তরফ থেকে নানান রকম পদক্ষেপ করা হচ্ছে। শহরের বিভিন্ন বড় পুজো মন্ডপ গুলিতে থাকবে একটি করে পুলিশ ক্যাম্প। তাছাড়াও বড় মণ্ডপ গুলিতে থাকছে পুলিশের সেফটি বাহিনী। অন্যদিকে মন্ডপ তৈরির ক্ষেত্রে সরকার নির্দেশিত সমস্ত নিয়ম মেনে চলা হয়েছে কিনা, সেই বিষয়ে দিকেও নজর রাখছে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ সহ আপৎকালীন পরিস্থিতির জন্য পুজো উদ্যোক্তাদের সাহায্য করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সব রকম ভাবে প্রস্তুতি নিয়েছে। তবে পুজোর আগে এদিন প্রস্তুতি পর্বের পরিদর্শন সেরেছেন ডিসিপি অভিষেক গুপ্তা।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
September 19, 2022 7:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : সংক্রমণ নিম্নমুখী হলেও করোনাবিধি মানতে হবে পুজো উদ্যোক্তাদের
