West Bengal Assembly: বিধানসভায় শাসক-বিরোধী বিক্ষোভ নিয়ে তীব্র নিন্দায় অধ্যক্ষ! নিয়ম পড়ে শোনালেন বিমান বন্দ্যোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Assembly: বিধানসভার ভিতরে সরকার এবং বিরোধীদলের বিধায়করা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তার তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: গত সপ্তাহে বিধানসভার ভিতরে সরকার এবং বিরোধীদলের বিধায়করা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তার তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিধানসভার নিয়ম কানুন সব দলকে মেনে চলতে হয়। সেদিন সরকারি এবং বিরোধী দলের বিধায়করা সেই নিয়ম লঙ্ঘন করেছেন। আশা করি ভবিষ্যতে সমস্ত বিধায়করা এই নিয়ম মেনে চলবেন।
প্রসঙ্গত নবান্ন অভিযান নিয়ে গত বৃহস্পতিবার সরকার এবং বিরোধী দলের বিধায়করা বিধানসভার ভিতরে স্লোগান এবং পাল্টা স্লোগান দিতে থাকে। এরপর বিরোধী দলের বিধায়করা ওয়াক আউট করার সঙ্গে সঙ্গে সরকারি দলের বিধায়করা মিছিল করে বেরিয়ে যান। সরকারি দলের বিধায়করা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এর আগে ওই ঘটনার নিন্দা করেছিলেন অধ্যক্ষ। বিধানসভার মধ্যেই এই ঘটনার আবার নিন্দা করলেন তিনি। এই সংক্রান্ত বিধানসভার যে নিয়ম তাও বিধায়কদের পড়ে শোনান অধ্যক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: 'সাতদিন সময় দিলাম... দেখুন কি করি!' পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর!
নিয়মে স্পষ্ট বলা রয়েছে, বিধানসভায় কোনওরকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান পিকেটিং করা যাবে না। বিধানসভার নিয়মাবলী পড়ে শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত সপ্তাহে অনুরূপ ঘটনা বিধানসভার কাজে ব্যঘাত সৃষ্টি করেছে। সরকার ও বিরোধী উভয় দলকে সতর্ক করলেন অধ্যক্ষ। বিধানসভায় কোনও রকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান, পিকেটিং করা যায় না। বিধানসভার নিয়মাবলী পড়ে শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত সপ্তাহে অনুরূপ ঘটনা বিধানসভার কাজে ব্যঘাত সৃষ্টি করেছে। যা উভয় পক্ষের থেকে প্রত্যাশা করা যায় না। বললেন স্পিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 1:17 PM IST