'সাতদিন সময় দিলাম... দেখুন কি করি!' পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর!

Last Updated:

Humayun Kabir: প্রশাসনের অসহযোগিতা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর৷ মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে দিতে চলেছেন চিঠি। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে দিতে চলেছেন চিঠি। 

বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর
বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর
#কলকাতা: প্রশাসনের অসহযোগিতা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর৷ সোমবার মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়ে চিঠি দিতে চলেছেন তিনি৷ এদিন বিধায়ক অভিযোগ করেন, "পুলিশ শাসক দলের বিধায়কের ফোনটাই ধরে না। সমস্যার সমাধান এরা করতে চায় না৷ সমস্যা জিইয়ে রাখছে।"
পুলিশের  বিরুদ্ধেই 'জবরদখলের' অভিযোগ তৃণমূল বিধায়কের। থানার পাশে মাটি ফেলে পার্ক তৈরির চেষ্টা করছে পুলিশ, অভিযোগ হুমায়ুন কবীরের। থানার পাশে জমিতে পার্ক তৈরির চেষ্টা পুলিশের, অভিযোগ তৃণমূলের। বাধা দিয়ে বিক্ষোভ দেখান শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীর। প্রতিবাদে থানা ঘেরাও। ওসির অপসারণ দাবি করা হয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ভরতপুর থানা ঘেরাও করা হয়। ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও করেছেন খোদ শাসকদলের বিধায়ক। তৃণমূলকে ক্ষমতা দেখাচ্ছেন ওসি, অভিযোগ হুমায়ুন কবীরের। দরজা ভেঙে থানা ঘেরাওয়ের চেষ্টা তৃণমূলকর্মীদের।
advertisement
advertisement
অন্যদিকে, শাসকদলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের পাল্টা দাবি, জবরদখল মুক্ত করে জমিটি উন্নয়নমূলক কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল। এদিকে সূত্রের খবর, উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবেই যখন থানার পাশের ওই জমিতে মাটি ফেলা হচ্ছিল তখনই ব্লক তৃণমূল নেতৃত্ব তাতে বাধা দিতে শুরু করে। হুমায়ুনের অভিযোগ, 'পয়সার বিনিময়ে ওসি কাজ করেন। অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। একটা মন্ত্রীর দফতরের আধিকারিক বলে আমরা অনেক দিন ধরে এটা বরদাস্ত করেছি। ওসি তাঁর ক্ষমতার জোরে ৫০ জন শ্রমিক দিয়ে, জেসিবি নিয়ে পুকুরের উপর পাঁচিল দিচ্ছেন।'
advertisement
অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি তাঁকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। তার পরই হইচই। ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, 'যে যা ইচ্ছা করছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিধায়ক অভিযোগ করেছেন। আর পুলিশের দাদাগিরি তো আমরা জানিই। পুলিশ রাজনৈতিক কাজ আর জবরদখল করতে গিয়ে তাদের কাজের ইচ্ছাই চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে মাদক, সন্ত্রাসবাদী, সমাজবিরোধীদের মতো বিষয়গুলির খবরই রাখে না তারা। অন্য রাজ্যের পুলিশ এখান থেকে বের করে নিয়ে চলে যায়। ১৩ তারিখ দেখলাম পুলিশ কী করে। তাদের কাজটাই হয়ত ভুলে গিয়েছে। তারাও হয়তো সিন্ডিকেটের সঙ্গে জুড়ে গিয়েছে।'
advertisement
অবশ্য বিজেপির কথাকে গুরুত্ব দিতে রাজি নন বিধায়ক। তিনি জানিয়েছেন, "বিজেপি মুর্শিদাবাদ জেলায় দুটি আসন পেয়েছে পুলিশের সাহায্য নিয়ে।"এদিন তিনি জানিয়েছেন, "আমি সাতদিন অপেক্ষা করব। এর মধ্যে সমস্যার সমাধান না হলে দেখুন কি করি।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সাতদিন সময় দিলাম... দেখুন কি করি!' পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement