Paschim Bardhaman: দুর্গাপুর ইস্পাত কারখানাকে বিশ্বমানের স্বীকৃতি, মুকুটে জুড়ল নয়া পালক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল। বিশ্বমানের স্বীকৃতি পেল কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থাটি। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনো স্টিল প্ল্যান্ট এই স্বীকৃতি পেয়েছে।
পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের মুকুটে যোগ হল নয়া পালক। শুধু দুর্গাপুর বললে ভুল হবে। দুর্গাপুরের অন্যতম পরিচয় ইস্পাত নগরী। সেই ইস্পাত নগরী দুর্গাপুরের, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল। বিশ্বমানের স্বীকৃতি পেল কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থাটি। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনো স্টিল প্ল্যান্ট এই স্বীকৃতি পেয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সম্প্রতি এনএবিএল স্বীকৃতি পেয়েছে। সংস্থার ল্যাবরেটরি টেস্টিং ফ্যাসিলিটির জন্য এনএবিএল স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। দুর্গাপুর ইস্পাত কারখানার মেকানিক্যাল ও কেমিকাল টেস্টিং বিভাগ ইস্পাত পণ্যের ওপর তাদের ল্যাবরেটরি টেস্টিং ফেসিলিটির জন্য এই স্বীকৃতি পেয়েছে। যা দুর্গাপুরের মুকুটে নয়া পালক বলায় যায়। সংস্থার টুইটার হ্যান্ডেলে স্বীকৃতির সার্টিফিকেট এর ছবি মাধ্যমে এই সুখবর দেওয়া হয়েছে। এই সার্টিফিকেট পাওয়ার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানায় তৈরি ইস্পাত একটি বিশ্বমানের সার্টিফিকেট এর ধারক হয়েছে। যা দুর্গাপুর ইস্পাত কারখানায় তৈরি ইস্পাতের গুণগত মানের পরিচয় দেবে। ফলে সংস্থার তৈরি ইস্পাতের চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিশ্বমানের এই স্বীকৃতি পাওয়ার ফলে সংস্থার মনোবল যেমন বাড়বে, তেমনভাবেই সংস্থার তৈরি বিভিন্ন জিনিষ পত্রের চাহিদা বাড়বে। সংস্থা আরও বেশি লাভের মুখ দেখতে পারবে, এমন টাই আশা করা হচ্ছে। গোটা দেশজুড়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার যতগুলি ইস্পাত কারখানা রয়েছে, তার মধ্যে একমাত্র দুর্গাপুর ইস্পাত কারখানা এনএবিএল সার্টিফিকেট পেয়েছে। ফলে এই বিশ্বমানের সার্টিফিকেট এর জেরে ইস্পাত কারখানায় তৈরি ইস্পাত আরও দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে দেশের এবং বিদেশের বাজারে বিক্রি হবে, এমনটাই আশা করছেন সংস্থার আধিকারিকরা। তাই এই স্বীকৃতি পেয়ে ভীষণ ভাবে খুশি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। সংস্থার সঙ্গে যুক্ত সমস্ত স্থায়ী, অস্থায়ী কর্মী এবং আধিকারিকরাও বিশ্বমানের এই স্বীকৃতি পেয়ে ব্যাপকভাবে উচ্ছ্বসিত। সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, ইস্পাত কারখানায় কর্মরত সমস্ত শ্রমিক, কর্মচারী এবং অন্যান্য আধিকারিকদের যৌথ প্রয়াস এবং উদ্যোগে এই স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। দুর্গাপুরের অন্যতম পরিচয় দুর্গাপুর ইস্পাত কারখানার মুকুটে নয়া পালক সংযোজনে খুশির হাওয়া ইস্পাত নগরী দুর্গাপুরে।
Nayan Ghosh
Location :
First Published :
April 09, 2022 6:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দুর্গাপুর ইস্পাত কারখানাকে বিশ্বমানের স্বীকৃতি, মুকুটে জুড়ল নয়া পালক