Paschim Bardhaman News: দর্শনার্থীদের সুবিধার্থে পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ

Last Updated:

ইতিমধ্যেই কয়েকশো পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকায় কলকাতার পুজো ছাড়াও রয়েছে জেলার বেশ কিছু বড় পুজো। আসানসোল দুর্গাপুরে আয়োজন করা হয়েছে একাধিক বিগ বাজেটের পুজো।

+
title=

#আসানসোল : ইতিমধ্যেই কয়েকশো পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকায় কলকাতার পুজো ছাড়াও রয়েছে জেলার বেশ কিছু বড় পুজো। আসানসোল দুর্গাপুরে আয়োজন করা হয়েছে একাধিক বিগ বাজেটের পুজো। যেগুলির প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পুলিশের হিসাব বলছে ১১০০ এর বেশি রেজিস্টার্ড পুজো আয়োজন করা হয়েছে জেলা জুড়ে। আর এই সমস্ত পুজোগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জেলাশাসক, আসানসোলের মেয়র, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কমিশনার সহ একাধিক বিশিষ্ট জনের উপস্থিতিতে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয়েছে।
যে গাইড ম্যাপের মধ্যে জেলার সমস্ত পুজোগুলির তথ্য রয়েছে। অর্থাৎ কোথায় মন্ডপ তৈরি করা হয়েছে, সংলগ্ন কোন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দর্শনার্থীদের যাওয়া - আসার জন্য কোন রাস্তাগুলি ব্যবহার করা হয়েছে, ইত্যাদি বিষয়ে রয়েছে এই পুজো গাইড ম্যাপের মধ্যে। তাছাড়াও, পুজো মণ্ডপগুলি এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ অ্যাসিস্টেন্স বুথের ব্যবস্থা করেছে কমিশনারেট। জেলা জুড়ে প্রায় ৮০টি পুলিশ অ্যাসিস্টেন্স বুথ থাকবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তায় বিশেষ জোর, সীমান্তে কড়া নজরদারি পুলিশের
পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে সেফটি বাহিনীর। অন্যদিকে পুজোর সময় দুর্ঘটনার সংখ্যা কমাতে, মাদকের ব্যবহার কম করতে এবং হিউম্যান সেফটির জন্য পুলিশ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গানের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচার চালাবে পুলিশ। সবমিলিয়ে চলতি বছরের পুজোয় জেলায় নিরাপত্তা ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এবং পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, সবরকমভাবে প্রস্তুতি গ্রহণ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা প্রশাসন।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: দর্শনার্থীদের সুবিধার্থে পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement