Durga Puja 2023 : সন্ধিপুজোয় তোপধ্বনি, শারদো‍ৎসবে গভীর গড় জঙ্গলে পূজিত হন দেবী শ্যামারূপা

Last Updated:

Durga Puja 2023 : শ্যামারূপার মূল মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে। সেখানে সবার প্রবেশ নিষিদ্ধ। দুর্গাপুজোর মহাষ্টমী তিথির সন্ধিপুজো, শ্যামারূপা মন্দিরের পুজোর বিশেষ আকর্ষণ।

+
দেবী

দেবী শ্যামারূপার মন্দিরের গর্ভগৃহ।

নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : গড় জঙ্গল। একবিংশ শতকে এসেও রাঢবঙ্গের রাজত্বের স্মৃতি বহন করে চলেছে এই জায়গা। চারপাশে ঘন সবুজ গাছে ঘেরা জায়গা আজও ফিসফিসিয়ে ইতিহাস আওড়ে চলে। ঝুপ করে সন্ধ্যা নামে এই জয়গায়। শ্যামারূপার প্রার্থনার পরে সূর্যোদয় হয় এখানে।
শতাব্দী প্রাচীন এই দেবীর মন্দিরে তেমন জৌলুস নেই। মাঝেমধ্যে সংস্কার হলেও একচিলতে মন্দিরেই নিত্যসেবা হয় শ্যামারূপার। বিশেষ বিশেষ তিথিতে কিছুটা আড়ম্বরের সঙ্গে পুজো হয়। তবে দুর্গাপুজোর সময় শ্যামারূপার আরাধনা ঘিরে স্থানীয় মানুষের উদ্দীপনা থাকে তুঙ্গে। পুজোর চারদিন জাঁকজমক ও আড়ম্বরের সঙ্গে, নিষ্ঠাভরে পুজো করা হয়। নরনারায়ণ সেবা হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
গড় জঙ্গলের দেবী শ্যামারূপা। দেবী একাধারে কালী, আবার অন্যরূপে দুর্গা। কথিত, অবিভক্ত বাংলার প্রথম দুর্গাপুজো হয় এখানেই। শারদোৎসবে দেবী শ্যামারূপা প্রথম দুর্গারূপে পুজিত হন এই জঙ্গলে।
advertisement
শ্যামারূপার মূল মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে। সেখানে সবার প্রবেশ নিষিদ্ধ। দুর্গাপুজোর মহাষ্টমী তিথির সন্ধিপুজো, শ্যামারূপা মন্দিরের পুজোর বিশেষ আকর্ষণ। ওই দিন দেবীর পুজো দেখতে স্থানীয় মানুষদের ঢল নামে। বাইরে থেকেই বহু মানুষ আসেন দেবীর আশীর্বাদ নিতে। ওই দিন মন্দিরে জনসমাগম নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় মন্দির কর্তৃপক্ষ।শোনা যায়, দুর্গাপুজোর মহাষ্টমীর সন্ধিক্ষণে বিশেষ তোপধ্বনি শোনা যায় মন্দির প্রাঙ্গণে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023 : সন্ধিপুজোয় তোপধ্বনি, শারদো‍ৎসবে গভীর গড় জঙ্গলে পূজিত হন দেবী শ্যামারূপা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement