West Bardhaman News- কেরামতি দেখাচ্ছে আসানসোল রেল পুলিশের ডগ স্কোয়াড। প্রজাতন্ত্র দিবসের জন্য চলছে প্রশিক্ষণ।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য চলছে প্রশিক্ষণ।
#পশ্চিম বর্ধমান- সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে দিকে দিকে চলছে মহড়া, প্রস্তুতি। প্রশিক্ষণ নিতে ব্যস্ত আসানসোল রেল পুলিশের ডগ স্কোয়াডও। সোমবার সকাল থেকে আসানসোল রেল পুলিশ অধীনস্থ ডগ স্কোয়াডের কুকুরগুলিকে প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে বিভিন্ন কেরামতিতে ব্যস্ত থাকতে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে এই সদস্যরা। তার আগে চলছে প্রশিক্ষণ। উল্লেখ্য, আসানসোল ডিভিশনের রেল পুলিশের ডগ স্কোয়াডের সদস্যদের আনা হয়েছে দেশের বিভিন্ন রাজ্য থেকে। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ এই কুকুরগুলি। প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা তল্লাশিতেও ব্যস্ত থাকবে ডগ স্কোয়াডের এই সদস্যরা।
Location :
First Published :
January 24, 2022 6:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- কেরামতি দেখাচ্ছে আসানসোল রেল পুলিশের ডগ স্কোয়াড। প্রজাতন্ত্র দিবসের জন্য চলছে প্রশিক্ষণ।