হোম /খবর /পশ্চিম বর্ধমান /
ওটিপি দেননি ভেবে নিশ্চিত হচ্ছিলেন আর মোক্ষম মুহূর্তে ফোনে ৯ টিপতেই যা হল...

Crime News : ওটিপি দেননি ভেবে নিশ্চিত হচ্ছিলেন আর মোক্ষম মুহূর্তে ফোনে ৯ টিপতেই যা হল...

X
সাইবার [object Object]

Crime News: মোবাইলে নয় টিপতেই বিপত্তি! অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ৬০ হাজার টাকা৷

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম বর্ধমান : অনলাইনে লেনদেন করার জন্য পুরস্কারের প্রলোভন দেখিয়ে এসেছিল মেসেজ। লিঙ্কে ক্লিক করতেই এসেছিল ওয়ান টাইম পাসওয়ার্ড। প্রতারকদের শিকার হচ্ছেন বুঝতে পেরে তখনই কিছুটা সাবধান হয়ে গিয়েছিলেন পরেশ কুমার। তাই ওটিপি আর তুলে দেননি প্রতারকদের হাতে। কিন্তু পরমহুর্তে আসে একটি ফোন। পরেশ বাবু ভাবেন ব্যাঙ্ক থেকে ফোন এসেছে। ওপার থেকে বলা হয় লেনদেন বাতিল করতে নয় প্রেস করার জন্য। আর ভুল করে মোবাইলের কিপ্যাড এ নয় প্রেস করতেই, অ্যাকাউন্ট থেকে গায়ে ৫৮ হাজার ৫০০ টাকা।

দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার কর্মী পরেশ কুমার। বাড়ি কলকাতায় হলেও থাকেন দুর্গাপুরে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও অভ্যস্ত অনলাইন লেনদেনে। কিন্তু এই অনলাইন লেনদেনের জন্য একটু অসাবধানতার জেরে খুইয়েছিলেন প্রায় ৬০০০০ টাকা। তবে প্রতারনার শিকার হয়েছেন বুঝতে পেরে ঘরে বসে থাকেননি তিনি।

আরও পড়ুন - Bank Collapse: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর ফের আমেরিকায় ব্যাঙ্কের পতন, টালমাটাল অর্থনীতি

সঙ্গে সঙ্গে দ্বারস্থ হন দুর্গাপুর কোকওভেন থানার। থানার সাইবার বিভাগের কাছে গত ১৩ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। তারপরে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে খোওয়া যাওয়া সেই টাকা পুলিশের তৎপরতায় আবার ক্রেডিট হয়েছে পরেশ বাবুর অ্যাকাউন্টে।

আরও পড়ুন - Paschim Medinipur News: পুকুরে ডুবিয়ে রাখা হল চোলাই ভর্তি ড্রাম, তাতেও শেষরক্ষা হল না, পুলিশ যা করল

টাকা ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরেশ কুমার। পাশাপাশি তিনি সাবধান করেছেন তাদের, যারা প্রতিদিনই অনলাইন লেনদেনে অভ্যস্ত। সাবধানবাণী হিসেবে জানিয়েছেন, অনলাইনে লেনদেনের জন্য আসা কোনও রকম লিঙ্কে যাচাই না করে ক্লিক করলে বিপদে পড়তে হবে।

পুরস্কারের প্রলোভন দেখানো মেসেজগুলি এড়িয়ে যাওয়াই ভাল। পাশাপাশি কোনও ফোন অচেনা নম্বর থেকে এলে, তা যাচাই না করে তথ্য দিলেও বিপদে পড়তে হবে বলে তিনি সাবধান করেছেন। তাই অনলাইনের সুবিধা উপভোগ করতে হলে, সাবধান থাকার পরামর্শ দিয়েছেন প্রতারণার শিকার হওয়া পরেশ কুমার।

Nayan Ghosh

Published by:Debalina Datta
First published:

Tags: Crime, Crime News, Paschim bardhaman