Durgapur News: আলপনা গ্রামে গিয়েছেন? প্রকৃতির রঙে রঙিন হল এই গ্রামের ক্যানভাস

Last Updated:

জঙ্গলের মাঝে ছোট্ট গ্রাম, তা লোকের মুখে আলপনা গ্রাম নামে পরিচিত পেয়েছে। সেখানেই এবার শিশুরা প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকল

+
title=

পশ্চিম বর্ধমান: লোকে বলে আলপনা গ্রাম। অনেকেই আবার ছবির গ্রাম বলেন। জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। পর্যটকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে এই গ্রামটি। অনেকেই আসছেন এই গ্রামে ঘুরতে। প্রি ওয়েডিং ফটোশুটের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জঙ্গলের এই ছোট্ট গ্রামটি। কিন্তু এই গ্রামের সৌন্দর্য রক্ষা করতে আবশ্যক জঙ্গল রক্ষা করা। তার জন্যই অভিনব উদ্যোগ।
প্রকৃতির রঙে প্রকৃতির ছবি আঁকার কর্মশালা। মূলত লোকচিত্রের নানান ছবিতে লবণধার গ্রাম সাজিয়ে তোলা হয়েছে। কয়েক বছর ধরে বেশ কিছু স্থানীয় যুবক-যুবতীরা বাড়িগুলিকে নানান রঙের ছবি এঁকে সাজিয়ে তুলেছেন। যা এই গ্রামের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হওয়ার অন্যতম কারণ। আর এই অঙ্কনের মধ্যে দিয়ে দেওয়া হয় প্রকৃতি রক্ষার বার্তাও।
advertisement
advertisement
প্রসঙ্গত, শীতকাল আসছে। আসছে পাতা ঝরার মরশুম। এই সময় প্রায়ই জঙ্গলে আগুন লাগার ঘটনা সামনে আসে। বন দফতরের উদ্যোগে বারবার মানুষকে সচেতন করা হয়। কিন্তু তা সত্বেও জঙ্গলে আগুন লাগানোর মতো ঘটনা আটকানো যায় না। জঙ্গলে আগুন লাগার ফলে যেমন সবুজ নষ্ট হয়, তেমনই সঙ্কটের মুখে পড়ে বন্যপ্রাণ। তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তাই জঙ্গলে আগুন লাগানোর মত ঘটনা যাতে না হয়, বা বন্যপ্রাণ যাতে হত্যা না করা হয়, এই সমস্ত বিষয়‌ই উঠে আসে লোকচিত্রের মধ্যে।
advertisement
স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে ২৫ জন কচিকাঁচাদের শেখানো হয়েছে লোকচিত্র অঙ্কন। দু’জন শিক্ষক এসে লোকচিত্র অঙ্কনের তালিম দিয়েছেন ছোট ছোট শিশুদের। কীভাবে ছবির মধ্যে দিয়ে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয় তা শেখানো হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণ করা ছোট ছোট পড়ুয়াদের। প্রকৃতি রক্ষার ডাক দিয়ে, প্রকৃতির রঙে প্রকৃতিকে সাজিয়ে তোলার এই কর্মসূচিকে সাধুবাদ দিয়েছেন সবাই।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/
Durgapur News: আলপনা গ্রামে গিয়েছেন? প্রকৃতির রঙে রঙিন হল এই গ্রামের ক্যানভাস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement