West Burdwan News: কয়লা চুরি রুখতে দরকার রাজ্যের সহযোগিতা, দুর্গাপুরে দাঁড়িয়ে আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর
- Published by:Suman Biswas
Last Updated:
West Burdwan News: রাজ্যের শাসনভার রয়েছে রাজ্য প্রশাসনের হাতে। সেজন্য অবৈধ কয়লা উত্তোলন বা চুরি রুখতে, রাজ্যের সহযোগিতা চেয়েছেন তিনি।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে এসে রাজ্যের সহযোগিতা চাইলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশী। খনি অঞ্চলের বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দুর্গাপুর এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী। আর সেখান থেকেই রাজ্যের সহযোগিতা চেয়েছেন তিনি কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জানিয়েছেন, অবৈধ কয়লা উত্তোলন রুখে দিতে এবং কয়লা চুরি রুখতে সিআইএসএফ জওয়ানরা যেভাবে কাজ করছেন, তার সঙ্গে রাজ্যের সহযোগিতা প্রয়োজন।
কারণ রাজ্যের শাসনভার রয়েছে রাজ্য প্রশাসনের হাতে। সেজন্য অবৈধ কয়লা উত্তোলন বা চুরি রুখতে, রাজ্যের সহযোগিতা চেয়েছেন তিনি। তবে শুধুমাত্র বাংলা নয়, যে সমস্ত রাজ্যে কয়লা উত্তোলন হয়, সেই সমস্ত সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে কেন্দ্রকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের সম্পদ কয়লা রক্ষা করতে, কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলিকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, খনি অঞ্চলে কয়লা চুরি বা অবৈধ উত্তোলন রুখতে, বিগত এক মাসে সিআইএসএফ জওয়ানদের বারবার পদক্ষেপ করতে দেখা গিয়েছে। অন্যদিকে অবৈধ কয়লা চুরির বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য পুলিশও। তবে সম্প্রতি ধানবাদ জেলায় কয়লা চুরি রুখতে গুলি চালিয়েছে সিআইএসএফ। যেখানে মৃত্যু হয়েছে চার কয়লা চোরের। আর এমন পরিস্থিতিতে অবৈধ কয়লা উত্তোলন বা কয়লা চুরি রুখতে, রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সহযোগিতা চাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, খনি অঞ্চলে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন সকালে দুর্গাপুরে এসে হাজির হন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে ওঠেন তিনি। সেখান থেকে খনি অঞ্চলের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সহযোগিতা চেয়েছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
November 24, 2022 4:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: কয়লা চুরি রুখতে দরকার রাজ্যের সহযোগিতা, দুর্গাপুরে দাঁড়িয়ে আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর