West Burdwan News : গিফট অথবা খেলনা, এখানে দরাদরির ঝামেলা নেই! এই দোকানে গেলেন ৯৯ টাকায় পাবেন সব
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
নামমাত্র দামে এখানে নানারকম জিনিস কেনার সুযোগ পাবেন আপনি। দোকানের নামেই লুকিয়ে রয়েছে এই বিশেষ অফার।
বুদবুদ, পশ্চিম বর্ধমান : এখানে যা চাইবেন তাই পাবেন। দর দামের কোনও ঝামেলা নেই। পছন্দ মতখেলনা হোক বা গিফট আইটেম, সব পাবেন এখানে। পকেটে একদম পড়বে না চাপ। আবার ইচ্ছামত করতে পারবেন শপিং। কারণ এই দোকানে সারা বছর থাকে বিশেষ অফার। তাই যে কোনও দিন যেতে পারেন এই অফারের সুযোগ নিতে।
কোথায় রয়েছে এমন দোকান? কোথায় চলে এই সুযোগ? জেনে রাখলে আপনার সুবিধা হবে। নামমাত্র দামে এখানে নানারকম জিনিস কেনার সুযোগ পাবেন আপনি। দোকানের নামেই লুকিয়ে রয়েছে এই বিশেষ অফার। যেখানে মাত্র ৯৯ টাকায় পেয়ে যাবেন সবকিছু। গিফট আইটেম থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, রান্নার জিনিস, ঘর সাজানোর আইটেম – পছন্দ মতযে কোনও জিনিস কিনতে পারবেন মাত্র ৯৯ টাকার বিনিময়ে।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ বাজার। সেখানে রয়েছে ৯৯ স্টোর। এই দোকানে গেলেই পাবেন বিশাল সম্ভার। যেখানে হরেক মাল পাবেন ৯৯ টাকায়। প্রতিদিন সকালে এই দোকান খুলে দেওয়া হয় আটটার মধ্যে। দুপুরে কিছুক্ষন বন্ধ থাকলেও আবার বিকেল চারটের পর থেকে দোকান খুলে দেওয়া হয়। খোলা থাকে রাত ৯’টা পর্যন্ত। তবে এই দোকানে দামাদামির কোনও সুযোগ নেই।
advertisement
এই বিষয়ে দোকানের এক কর্মচারী কোয়েল সিং বলছেন, তারা বাইরে থেকে মাল কিনে আনেন। যে কারণে বাজারের অন্যান্য দোকানের তুলনায় দাম অনেকটা কম হয়।
আরও খবর পড়তে ফলো করুন
ফলে ক্রেতাদের কাছেও রয়েছে দারুণ চাহিদা। সবমিলিয়ে এই ৯৯ স্টোর স্থানীয় বাসিন্দাদের কাছেও বেশ জনপ্রিয়।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2024 2:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : গিফট অথবা খেলনা, এখানে দরাদরির ঝামেলা নেই! এই দোকানে গেলেন ৯৯ টাকায় পাবেন সব









