West Burdwan News : গিফট অথবা খেলনা, এখানে দরাদরির ঝামেলা নেই! এই দোকানে গেলেন ৯৯ টাকায় পাবেন সব

Last Updated:

নামমাত্র দামে এখানে নানারকম জিনিস কেনার সুযোগ পাবেন আপনি। দোকানের নামেই লুকিয়ে রয়েছে এই বিশেষ অফার।

+
দোকানে

দোকানে সাজানো শোপিস।

বুদবুদ, পশ্চিম বর্ধমান : এখানে যা চাইবেন তাই পাবেন। দর দামের কোনও ঝামেলা নেই। পছন্দ মতখেলনা হোক বা গিফট আইটেম, সব পাবেন এখানে। পকেটে একদম পড়বে না চাপ। আবার ইচ্ছামত করতে পারবেন শপিং। কারণ এই দোকানে সারা বছর থাকে বিশেষ অফার। তাই যে কোনও দিন যেতে পারেন এই অফারের সুযোগ নিতে।
কোথায় রয়েছে এমন দোকান? কোথায় চলে এই সুযোগ? জেনে রাখলে আপনার সুবিধা হবে। নামমাত্র দামে এখানে নানারকম জিনিস কেনার সুযোগ পাবেন আপনি। দোকানের নামেই লুকিয়ে রয়েছে এই বিশেষ অফার। যেখানে মাত্র ৯৯ টাকায় পেয়ে যাবেন সবকিছু। গিফট আইটেম থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, রান্নার জিনিস, ঘর সাজানোর আইটেম – পছন্দ মতযে কোনও জিনিস কিনতে পারবেন মাত্র ৯৯ টাকার বিনিময়ে।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ বাজার। সেখানে রয়েছে ৯৯ স্টোর। এই দোকানে গেলেই পাবেন বিশাল সম্ভার। যেখানে হরেক মাল পাবেন ৯৯ টাকায়। প্রতিদিন সকালে এই দোকান খুলে দেওয়া হয় আটটার মধ্যে। দুপুরে কিছুক্ষন বন্ধ থাকলেও আবার বিকেল চারটের পর থেকে দোকান খুলে দেওয়া হয়। খোলা থাকে রাত ৯’টা পর্যন্ত। তবে এই দোকানে দামাদামির কোনও সুযোগ নেই।
advertisement
এই বিষয়ে দোকানের এক কর্মচারী কোয়েল সিং বলছেন, তারা বাইরে থেকে মাল কিনে আনেন। যে কারণে বাজারের অন্যান্য দোকানের তুলনায় দাম অনেকটা কম হয়।
আরও খবর পড়তে ফলো করুন
ফলে ক্রেতাদের কাছেও রয়েছে দারুণ চাহিদা। সবমিলিয়ে এই ৯৯ স্টোর স্থানীয় বাসিন্দাদের কাছেও বেশ জনপ্রিয়।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : গিফট অথবা খেলনা, এখানে দরাদরির ঝামেলা নেই! এই দোকানে গেলেন ৯৯ টাকায় পাবেন সব
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement