Bardhaman News : যে কোনও সময় ভেঙে পড়বে স্কুলের দেওয়াল! ঝুলছে লাল পতাকা! পাশেই ছুটছে খুদে পড়ুয়ারা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Bardhaman News : বিদ্যালয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি দেওয়াল। ভেঙে পড়তে পারে যেকোনও সময়। দেখলেই আতঙ্ক হবে!
#পশ্চিম বর্ধমান : বামুনারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যে বিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় শ'পাঁচেক ছোট ছোট পড়ুয়া। তাছাড়াও রয়েছেন শিক্ষক , অশিক্ষক কর্মচারীরা। অথচ সেই বিদ্যালয়েই বিপদজনকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি দেওয়াল। যে দেওয়াল ভেঙে পড়তে পারে যেকোনও সময়। যে দেওয়াল ভেঙে পড়ে হতে পারে বড়সড় বিপদ।
গুরুতর ভাবে আহত হতে পারে ছোট ছোট স্কুল পড়ুয়ারা। অথচ সেই দিকে নজর নেই স্কুল কর্তৃপক্ষের, অভিযোগ এমনটাই। শুধুমাত্র বিপদজনক দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে একটি লাল পতাকা। আর লেখা রয়েছে সাবধান বাণী। তবে ওটুকুই। তারপর প্রায় দীর্ঘ পাঁচ মাসে আর কোনও পরিবর্তন হয়নি ওই বিপদজনক দেওয়ালের। অনেকেই অভিযোগ তুলছেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে এই বিষয়টির দিকে নজর না দেওয়ার। অনেকেই আবার প্রশাসনের গাফিলতির অভিযোগও তুলছেন।
advertisement
advertisement
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। ইঞ্জিনিয়ার পাঠিয়ে দ্রুত মেরামতির আশ্বাস মিলেছে। তিনি জানিয়েছেন, দেওয়ালটির পাশে একটি নর্দমা রয়েছে এবং সেই নর্দমায় ইঁদুর থাকার জেরে, ওই দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু ওই দেওয়ালটির পাশের রাস্তা দিয়ে বহু লোকজনের যাতায়াত রয়েছে, এবং ওখানে ছোট ছোট পড়ুয়ার খেলার ছলে সেখানে চলে যায়, সেজন্যই সাবধান বাণী এবং লাল পতাকা দেওয়া হয়েছে। তবে যেকোনও সময় যে বড় বিপদ হতে পারে, সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেছেন, বিষয়টির দিকে নজর না দেওয়ার জন্য গাফিলতি রয়েছে স্কুল কমিটির। কিন্তু দ্রুত ওই ঝুলন্ত অবস্থায় থাকা দেওয়ালটি মেরামতি করা হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
November 24, 2022 3:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : যে কোনও সময় ভেঙে পড়বে স্কুলের দেওয়াল! ঝুলছে লাল পতাকা! পাশেই ছুটছে খুদে পড়ুয়ারা!