Bardhaman News | Rasgulla: মুখে দিলেই গলে জল! ১ পিস রসগোল্লার দাম হাজার টাকা! সাইজ দেখলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
Last Updated:
Bardhaman News | Rasgulla: এ রসগোল্লা নাকি অন্যকিছু। এত বড় সাইজ! দেখলে চমকে যাবেন! আর দাম নাকি হাজার টাকা? কী দিয়ে তৈরি? দেখুন ভিডিও
#পূর্ব বর্ধমান: মিষ্টি মানেই লোভনীয় ব্যাপার। আর সেই মিষ্টি যদি হয় সাধারণ মিষ্টির চেয়ে অন্যরকম তাহলে তো কোন কথাই নেই। মিষ্টির মধ্যে রসগোল্লা কম বেশি সকলেরই পছন্দের। একটা রসগোল্লা টপ করে গালে পুরে তার স্বাদ নেওয়ায় সে এক অন্য রকমেরই মজা। তবে এরকম রসগোল্লা কি আপনি খেয়েছেন , যা একটা একবারে খেতে তো পারবেনই না বরং একটা মিষ্টি খেতে হবে কয়েক জনের সঙ্গে ভাগ করে। কি ভাবছেন তো এ আবার কেমন মিষ্টি!
পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখন্ড গ্রামের বড় ডাঙ্গার মেলায় বিক্রি হচ্ছে পাল্লাই আকারের রসগোল্লা, রসলম্পা। ৫ টাকা থেকে শুরু এখানকার রসগোল্লা, রসলম্পা দাম। ১০০০ টাকা পর্যন্ত রসগোল্লা, রসলম্পা পাওয়া যাচ্ছে। প্রতিবছরই অগ্রহায়ণ মাসে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পুজো হয় এখানে। আর সে পুজো ঘিরে চলে নানান অনুষ্ঠান। কীর্তন, যাত্রা সহ চার দিন ধরে নানা অনুষ্ঠান বসে মেলা। প্রতি বছরের মতো এ বছরও শ্রীখন্ড গ্রামের বড় ডাঙ্গায় বসেছে মেলা। আর প্রতিবছরের মত এ বছরও মেলার মূল আকর্ষণ পাল্লাই আকারের মিষ্টিগুলি। মেলার চার দিন দিদার বিক্রি হচ্ছে এই মিষ্টি গুলি। কেউ খাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন আবার কেউ দেখেই পেট ভরাচ্ছেন।
advertisement
advertisement
মিষ্টি বিক্রেতা বলেন, বড় মিষ্টির চাহিদা অনেক বেশি । যখন মিষ্টি বিক্রি শুরু করেছিলেন তারা এই মেলায় তখন সাধারণ মিষ্টি বিক্রি করতে। তবে ধীরে ধীরে বৃষ্টির আকার একটু একটু করে বাড়িয়েছেন তারা। আর যা মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে এভাবেই ৫ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত রসগোল্লা, রসলম্বা বানান তাঁরা।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 24, 2022 3:05 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News | Rasgulla: মুখে দিলেই গলে জল! ১ পিস রসগোল্লার দাম হাজার টাকা! সাইজ দেখলে চমকে যাবেন