West Burdwan News : মশলা বোঝাই লরিতে ওগুলো কী! দেখেই অবাক গোয়েন্দারা
- Published by:Pooja Basu
Last Updated:
মশলা নিয়ে যাওয়া হচ্ছিল। তার মাঝেই ৩০ টি পেটিতে নিয়ে যাওয়া হচ্ছিল কাফ সিরাপ। ৩০ টি পেটি থেকে মোট তিন হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে খবর।
#পশ্চিম বর্ধমান : নৈশ অভিযান চালিয়ে গোয়েন্দাদের চক্ষু চড়ক গাছ। উদ্ধার বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান চালানো হয় আসানসোল ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ডুবরডি চেকপোষ্টে। আর সেখানেই একটি লরি থেকে বিপুল মাত্রায় নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
পুলিশ সূত্রে খবর, প্রায় তিন হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে নৈশ অভিযানে। ইতিমধ্যেই ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ওই লরি চালককে। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, উত্তর প্রদেশের কানপুর থেকে এই বিপুল পরিমাণ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। এই চক্রের পিছনে কারা জড়িত, তার হদিস পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
জানা গিয়েছে, এদিন সীমান্তে অভিযান চালানোর সময় একটি লরি আটক করা হয়। ওই লরিটিতে মশলা নিয়ে যাওয়া হচ্ছিল। তার মাঝেই ৩০ টি পেটিতে নিয়ে যাওয়া হচ্ছিল কাফ সিরাপ। ৩০ টি পেটি থেকে মোট তিন হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ওই মশলা বোঝাই লরিটি কলকাতার দিকে যাচ্ছিল। ফলে আশঙ্কা করা হচ্ছে এই বিপুল সংখ্যক নিষিদ্ধ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার দিকেই। সেখান থেকে এই সিরাপ বিভিন্ন জায়গায় পাচার করার পরিকল্পনা ছিল। তবে তার আগে বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
November 16, 2022 4:49 PM IST