West Bardhaman News : প্রকৃতির পুজো, আনন্দ উৎসব! দোলে ব্যবহার হয় না রঙ! জল ঢেলে হোলির আনন্দ করেন ওঁরা

Last Updated:

উৎসবের দ্বিতীয় দিনে গাছের পুজো করেন তারা। বাহা পরব শেষ না হওয়া পর্যন্ত এই গ্রামের মানুষজন মরশুমি নতুন কোনও ফল খান না। 

+
রঙের

রঙের বদলে জল ঢেলে হোলির আনন্দ উৎসব।

আসানসোল, পশ্চিম বর্ধমান : ওরা প্রকৃতির পুজো করেন। উৎসবও হয় প্রকৃতি কেন্দ্রিক। আনন্দের দিনেও ওরা দিয়ে যান প্রকৃতির রক্ষার বার্তা। তারা আবার প্রকৃতির রঙে খেলেন হোলি। রঙের বদলে জল ব্যবহার করে পালন করা হয় দোল উৎসব। এমনই ছবি ধরা পড়েছে হারামডি গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার এই গ্রামটি আদিবাসী অধ্যুষিত এলাকা। পশ্চিম বর্ধমান জেলার ইসকো কারখানার পার্শ্ববর্তী এলাকা হারামডি গ্রাম। এখানে বেশ কিছু আদিবাসী পরিবারের বসবাস। এই গ্রাম যেন পশ্চিম বর্ধমান জেলার এক টুকরো সাজানো পুরুলিয়া।
গ্রামের মাটির বাড়িগুলি সুন্দর করে রঙ দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটি আদিবাসী উৎসব পালন করা হয় সেই পুরনো আঙ্গিকে। যে উৎসবের মূল কেন্দ্র প্রকৃতি। সেখান থেকে উঠে আসে প্রকৃতি রক্ষার সদর্থক বার্তা। এই গ্রামে পালন করা হয়েছে বাহা পরব। এই উৎসবে তারা যেমন দোলের আনন্দে মেতে উঠেছিলেন, তেমনভাবেই আদিবাসী নাচ-গান হয়েছে। হয়েছে প্রকৃতির পুজো। এই উৎসবের দ্বিতীয় দিনে গাছের পুজো করেন তারা।
advertisement
advertisement
বাহা পরব শেষ না হওয়া পর্যন্ত এই গ্রামের মানুষজন মরশুমি নতুন কোনও ফল খান না। পরিবারের কোনও মহিলা সদস্যরা এই সময় নতুন কোনও ফুল তোলেন না গাছ থেকে। আবার প্রকৃতির রঙে দোল খেলেন তারা। জলে মেশানো হয় ফুল। কিন্তু কোনও রঙয়ের ব্যবহার হয় না এখানে। উল্লেখ্য, সম্প্রতি হারামডি গ্রাম পশ্চিম বর্ধমান জেলার মানচিত্রে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। বেশ কিছু পর্যটকের আনাগোনা বাড়ছে এই গ্রামে।
advertisement
পাশাপাশি এই সমস্ত আদিবাসী উৎসবগুলি দেখার জন্য উৎসুক হয়ে পড়ছেন মানুষ। অন্যদিকে গ্রামের বাসিন্দারা আদিবাসী ঐতিহ্যকে ধরে রাখতে চাইছেন। আধুনিকতার বদলে তারা সেই পুরনো রীতিনীতি ধরে রাখতে চাইছেন।
আরও খবর পড়তে ফলো করুন
যে কারণে সমস্ত আদিবাসী উৎসব পুরানো দিনের সমস্ত নিয়ম মেনে পালন করা হয়। যেখানে হয় প্রকৃতির পুজো, প্রকৃতির আরাধনা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : প্রকৃতির পুজো, আনন্দ উৎসব! দোলে ব্যবহার হয় না রঙ! জল ঢেলে হোলির আনন্দ করেন ওঁরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement