West Bardhaman News: আনন্দের রং মেখে ছবি তুলুন প্রিয় তারকাদের সঙ্গে! এখানে এলে হোলি হবে আরও রঙিন

Last Updated:

West Bardhaman News: কীভাবে একটা ছোট্ট ছুটির দিন কেটে যাবে, বুঝতেও পারবেন না। সঙ্গে এই সমস্ত তারকাদের সঙ্গে দেদার সেলফি তোলার সুযোগ রয়েছে। যদিও শিল্পী আবেদন জানিয়েছেন, রং যেন কোনও ভাবে মূর্তিগুলিতে দেওয়া না হয়।

+
অমিতাভ

অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মূর্তি।

আসানসোল: রঙের উৎসবের দিন কী করবেন বুঝে উঠতে পারছেন না? কোথায় ঘুরতে যাবেন ঠিক করে উঠতে পারেননি? চলে আসুন আসানসোলে। একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে যান এই জায়গা থেকে। এখানে এলে আপনার হোলির আনন্দের রং আরও রঙিন হয়ে উঠবে। রং মেখে ছবি তুলতে পারবেন আপনার প্রিয় তারকাদের সঙ্গে।
আসানসোল ওয়াক্স মিউজিয়াম। কয়েক বছর আগে এই মিউজিয়াম তৈরি করেছেন মোমের মূর্তি শিল্পী সুশান্ত রায়। নিজে উদ্যোগ নিয়ে এই মিউজিয়াম তিনি তৈরি করেছেন। তারপর লাগাতার করেছেন পরিশ্রম। একের পর এক নতুন মূর্তি বানিয়েছেন তিনি। বর্তমানে এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, নীরজ চোপড়া, বিরাট কোহলি – সকলের মূর্তি রয়েছে।
advertisement
advertisement
তাছাড়াও এই মিউজিয়ামটি তিনি বানিয়েছেন রাজস্থানের শিসমহলের ধাঁচে। ফলে এই মিউজিয়ামটির মূর্তিহীন সাজসজ্জাও অসাধারণ। ফলে এই জায়গাটি বারবার কাছে টানে দর্শকদের। এখানে ফিল্ম তারকাদের যেমন মূর্তি রয়েছে, তেমনি রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিও রয়েছে। তাছাড়াও সম্প্রতি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, লতা মঙ্গেশকর এবং টলিউড স্টার দেবের নতুন মূর্তির উন্মোচন করা হয়েছে।
advertisement
ফলে এখনও যদি হোলিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা না করে থাকেন, তাহলে চলে আসুন আসানসোলের এই ওয়াক্স মিউজিয়ামে। কীভাবে একটা ছোট্ট ছুটির দিন কেটে যাবে, বুঝতেও পারবেন না। সঙ্গে এই সমস্ত তারকাদের সঙ্গে দেদার সেলফি তোলার সুযোগ রয়েছে। যদিও শিল্পী আবেদন জানিয়েছেন, রং যেন কোনও ভাবে মূর্তিগুলিতে দেওয়া না হয়। এক্ষেত্রে মূর্তির সৌন্দর্য নষ্ট হবে। তবে মিউজিয়াম ঘুরে দেখা বা ছবি তোলার ক্ষেত্রে কোনও বাধা নেই।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আনন্দের রং মেখে ছবি তুলুন প্রিয় তারকাদের সঙ্গে! এখানে এলে হোলি হবে আরও রঙিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement