West Bardhaman News- অফুরন্ত ভালোবাসা। সঙ্গে প্রতি মাসে মাইনে দশ হাজার টাকা করে। জানেন কারা করে এই চাকরি?

Last Updated:

আসানসোল ডিভিশনের ডগ স্কোয়াড, পূর্ব রেলের কাছে নিরাপত্তার অন্যতম হাতিয়ার।

+
প্রজাতন্ত্র

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আগে তালিম নিতে ব্যস্ত এক সদস্য।

#পশ্চিম বর্ধমান- আসানসোল ডিভিশনের ডগ স্কোয়াড, পূর্ব রেলের কাছে নিরাপত্তার অন্যতম হাতিয়ার। আসানসোল ডিভিশনের ডগ স্কোয়াডের কাছে রয়েছে ছয় সদস্যের এক বিশেষজ্ঞ টিম। যার মধ্যে দুইজন মাদক বিশেষজ্ঞ। বাকি চারজন তল্লাশি চালানোর কাজে এক্সপার্ট। অফুরন্ত ভালোবাসার পাশাপাশি, মাসে  মাইনে পায় সকলে। প্রত্যেক সদস্যকে মাসে ১০০০০ টাকা করে মাইনে দেওয়া হয়। এই ছয় সদস্যের টিম এর মধ্যে রয়েছে তুফান, যাবা, ম্যাক্স সহ আরও তিনজন। যাদের মধ্যে যাবা ডগ স্কোয়াডের সবথেকে পুরনো সদস্য। অন্যদিকে আবার তুফান সবথেকে বেশি এক্সপার্ট ঘ্রাণশক্তিতে। তার ঘ্রাণশক্তির জেরে উদ্ধার করা হয়েছে বহু নিষিদ্ধ। তাছাড়াও সকলেই নিজেদের কাজে বিশেষজ্ঞ। প্রত্যেকটি কুকুরকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। তারপর প্রশিক্ষণ দিয়ে তাদের করে তোলা হয়েছে এক্সপার্ট। তুফানকে নিয়ে আসা হয়েছিল তামিলনাড়ু থেকে। চার মাস বয়স থেকে ১০ বছর পর্যন্ত চাকরি থাকে স্কোয়াডের সদস্যদের। আপাতত ডগ স্কোয়াডের সকল সদস্য প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য তালিম নিতে ব্যস্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- অফুরন্ত ভালোবাসা। সঙ্গে প্রতি মাসে মাইনে দশ হাজার টাকা করে। জানেন কারা করে এই চাকরি?
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement