পশ্চিম বর্ধমান : ব্যাঙ্ক থেকে নিয়েছিলেন লোন। কিন্তু সেই লোন আর পরিশোধ করা হয়নি। তাই গুরুত্বপুর্ণ পদক্ষেপ করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ যে ব্যক্তি লোন নিয়েছিলেন তাঁর সমস্ত সম্পত্তির দখল নিল৷ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিয়েছিলেন প্রায় আড়াই কোটি টাকা। গত চার বছরের সেই লোন হয়েছে প্রায় চার কোটি।
কিন্তু সম্ভব হয়নি শোধ করা। ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নোটিশও। তবে নোটিশেও কোন সাড়া না পেয়ে অবশেষে সমস্ত সম্পত্তির দখল নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আসানসোলের এই ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা।
জানা গিয়েছে, আসানসোলের লক্ষীনারায়ন ট্রেডার্স একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে প্রায় আড়াই কোটি টাকা লোন নিয়েছিলেন। লোন নেওয়া হয়েছিল চার বছর আগে। কিন্তু সেই লোন তিনি শোধ করেননি। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ বেড়ে হয়েছে তিন কোটি ৯০ লক্ষ টাকা।
আরও পড়ুন - Panchang 25 March: কাল আপনার একটা বড় কাজ রয়েছে, দেখে নিন শুভ মুহূর্ত আর রাহুকাল কখন
লোন শোধ করার জন্য ব্যাঙ্কের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল তিন মাস সময়। কিন্তু তারপরও বকেয়া টাকা না পেয়ে, লোন পুনরুদ্ধারের জন্য সম্পত্তির দখল নিল ব্যাঙ্ক। জেলা শাসকের অনুমতি পাওয়ার পরে এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন- Hooghly News: সাম্মানিকে তো সংসার চলে না, সততার সঙ্গে চা -চপ বিক্রি করেন ‘এই’ পঞ্চায়েত প্রধান
লক্ষীনারায়ন ট্রেডার্স এর মালিকদের হাতে থাকা বিভিন্ন সম্পত্তির দখল নিয়েছে ব্যাঙ্ক। যার মধ্যে আসানসোলের চেলিডাঙ্গায় থাকা তিনটি সম্পত্তি সিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও অন্য জায়গায় থাকা দুটি সম্পত্তির দখল নিয়েছে ব্যাংক। ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রশাসনের কাছে অনুমতি পাওয়ার পরে বকেয়া পুনরুদ্ধারের জন্য সম্পত্তির দখল নেওয়া হচ্ছে। কারণ লোন পরিষদের আগে উপভিক্তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরেও বকেয়া টাকা ফেরত না পেয়ে, ব্যাঙ্ক সম্পত্তির দখল নিয়েছে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Loan, Paschim bardhaman