Anubrata Mondal: হয়নি জামিনের আবেদন, ফের ১৪ দিন হাজতবাস অনুব্রতর, চাপে রাখছে ইডি 

Last Updated:

Anubrata Mondal: এই পদক্ষেপ করা হয়েছে আইনজ্ঞদের পরামর্শ মেনেই, এমনটাই বলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

+
অনুব্রত

অনুব্রত মণ্ডলের চাপ আরও বাড়ল

আসানসোল, পশ্চিম বর্ধমান : জেলে বসে বসে পার করে দিয়েছেন তিন মাসের বেশি সময়। জেলে বসেই পেরিয়েছে কালীপুজো, দুর্গাপুজো। তবে এখনও পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না অনুব্রত মণ্ডলের। ১০০ দিনেরও বেশি জেলে বসে পার করে ফেলার পর, ফের ১৪ দিনের হাজতবাসের নির্দেশ অনুব্রত মণ্ডলের জন্য। আগামী ৯ ডিসেম্বর হবে পরবর্তী শুনানি। এমনটাই জানিয়ে দিয়েছে আসানসলের সিবিআই এর বিশেষ আদালত। যদিও জানা গিয়েছে, এদিন অনুব্রত মন্ডলের জন্য জামিনের আবেদনই করেন নি, তার আইনজীবীরা। যদিও এই পদক্ষেপ করা হয়েছে আইনজ্ঞদের পরামর্শ মেনেই, এমনটাই বলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।
প্রসঙ্গত, সিবিআই এর মাঝে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইডি। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থাটি বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। যদিও তার বিরুদ্ধে দিল্লির উচ্চ আদালতে আবেদন জানিয়েছেন অনুব্রত আইনজীবীরা। আর সেজন্যই এদিন সিবিআই এর বিশেষ আদালতে জামিনের আবেদন করা হয়নি বলে খবর।
advertisement
advertisement
তবে আইনজ্ঞদের অনেকেই মনে করছেন, দিল্লির উচ্চ আদালতের রায়ের উপর নির্ভর করছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার ভাগ্য। তবে উচ্চ আদালতের রায় যদি অনুব্রত মণ্ডলের পক্ষে না যায়, তাহলে দাপুটে এই তৃণমূল নেতার দিল্লি যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করছেন তারা।
advertisement
তবে এসবের আমল না দিয়ে, দল অন্ত প্রাণ অনুব্রত মণ্ডল এদিন দলের কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছুটা রাজনৈতিক আলোচনা চালিয়েছেন। জেলার সংগঠন সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তিনি। বর্তমানে যারা রয়েছেন, তাদেরকে দল, সংগঠন ঠিকঠাক ভাবে চালানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিরোধী দল বিজেপিকে চাপে রাখতে, বিভিন্ন জায়গায় বিজেপির পাল্টা সভা করার পরামর্শও তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
----Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Anubrata Mondal: হয়নি জামিনের আবেদন, ফের ১৪ দিন হাজতবাস অনুব্রতর, চাপে রাখছে ইডি 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement