Andal Airport: কলকাতার ভরসা ছাড়ুন! জয়পুর, পটনার জন্য দরজা খুলছে অন্ডাল বিমানবন্দর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আগামী বেশ কিছুদিনের মধ্যেই মরুরাজ্য রাজস্থানের সঙ্গে যুক্ত হতে চলেছে কাজী নজরুল বিমানবন্দর। অন্ডাল থেকে উড়ান শুরু হবে পটনা রুটেও।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বিগত এক বছরে যাত্রী পরিষেবা অনেকটাই বাড়িয়েছে দুর্গাপুরের কাজী নজরুল বিমানবন্দর। দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গার উড়ান শুরু হয়েছে অন্ডাল বিমানবন্দর থেকে। তবে আগামী বেশ কিছুদিনের মধ্যেই মরুরাজ্য রাজস্থানের সঙ্গে যুক্ত হতে চলেছে কাজী নজরুল বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে উড়ান শুরু হবে পটনার দিকেও। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে থেকে নতুন রুটে অন্ডাল থেকে শুরু হবে বিমান পরিষেবা।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুরুর দিকে প্রাথমিকভাবে তিন দিন নতুন রুটে চালানো হবে বিমান। উড়ান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে নতুন রুটে বিমান চালানো হবে। বিমানটি রাজস্থানের জয়পুর থেকে অন্ডালের উদ্দেশ্যে উড়ান শুরু করবে। পথে পটনায় থামবে বিমানটি। সেখানে আধ ঘণ্টার বিরতির পরে আবার ফিরে আসবে অন্ডাল। একইভাবে কাজী নজরুল বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে প্রথমে থামবে পটনায়। তারপর সেই বিমানটি আবার পৌঁছে যাবে জয়পুর। বিমানটির জয়পুর থেকে অন্ডাল পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। যদিও পটনায় থাকবে আধ ঘণ্টা বিরতি। অন্যদিকে দুর্গাপুর থেকে জয়পুর ফেরার পথে বিমানটির সময় লাগবে ৩ ঘণ্টা ৫০ মিনিট। যার মধ্যে পটনায় থাকবে আধঘণ্টার স্টপওভার।
advertisement
advertisement
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, ৩০ মে থেকে পরিষেবা শুরু হবে। পরিষেবার দিন বিমানটি যাত্রা শুরু করবে জয়পুর থেকে। ওইদিন বেলা ১২ টা নাগাদ বিমানটি জয়পুর থেকে উড়ান শুরু করবে। পটনা পৌঁছবে ১ টা ৪০ মিনিটে। তারপর পটনায় ৩০ মিনিটের বিরতি নিয়ে বিমানটি সেখানে উড়বে ২ টো ১৫ মিনিটে। তারপর অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছবে ৩ টে ৩০ মিনিট নাগাদ। আবার অন্ডাল থেকে পটনার দিকে বিমানটি যাত্রা শুরু করবে বিকেল চারটের সময়। পটনা পৌঁছবে ৫ টা ২৫ মিনিটে। পটনা থেকে বিমানটি আবার জয়পুরের দিকে উড়ে যাবে ৫ টা ৫৫ মিনিট নাগাদ। সূচি অনুযায়ী বিমানটির সন্ধে ৭ টা বেজে ৫০ মিনিটে জয়পুর পৌঁছে যাওয়ার কথা।
advertisement
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে বিমানটি তিন দিন এই রুটে চালানো হবে। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার অন্ডাল - জয়পুরের মধ্যে পরিষেবা দেবে ইন্ডিগোর বিমানটি। পরবর্তী ক্ষেত্রে যাত্রীদের সংখ্যা বাড়লে, যাত্রীদের থেকে ভাল সাড়া পাওয়া গেলে, সপ্তাহের প্রতিদিনই উড়ান শুরু করার কথা। নতুন এই রুটে বিমান চলাচলের ফলে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মানুষ উপকৃত হবেন। অন্যদিকে এই রুটে বিমান চালানোর জন্য, কলকাতা বিমানবন্দরের ওই রুটে কিছুটা চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
advertisement
Nayan Ghosh
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
March 29, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Andal Airport: কলকাতার ভরসা ছাড়ুন! জয়পুর, পটনার জন্য দরজা খুলছে অন্ডাল বিমানবন্দর