West Bardhaman News : গরমে আর কল্যানেশ্বরী এসে কষ্ট হবে না, তৈরি হচ্ছে এসি বাসস্ট্যান্ড

Last Updated:

কল্যানেশ্বরী মন্দিরের সামনে বর্তমান বাস স্ট্যান্ডটির অবস্থা খুব একটা ভাল নয়। ওই জায়গায় পুরনিগমের ফান্ড থেকে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় করে নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে।

+
title=

আসানসোল, পশ্চিম বর্ধমান: গরমে আর কল্যানেশ্বরী মন্দির ঘুরতে এসে কষ্ট করতে হবে না। সম্ভবত পুজোর আগেই নতুন উপহার পেতে চলেছে আসানসোল। জেলার অন্যতম পুরনো এবং বিখ্যাত কল্যানেশ্বরী মন্দিরের সামনে তৈরি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ড। খুব শীঘ্রই এই বাস স্ট্যান্ড তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। আসানসোল পুরনিগমের  নিজস্ব ফান্ড থেকে নতুন এই বাসস্ট্যান্ডটি নির্মাণ করার কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মুনমুন মুখার্জি বলেছেন যে, পুর নির্বাচনে আগে তিনি যখন প্রচারে এসেছিলেন, তখনই এলাকার মানুষজন একটি বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছিলেন। কারণ কল্যানেশ্বরী মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী ঝাড়খন্ড থেকে অনেক পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন।
advertisement
advertisement
অন্যদিকে মন্দিরের সামনে বর্তমান বাস স্ট্যান্ডটির অবস্থা খুব একটা ভাল নয়। ফলে বাস, অটো, টোটো ধরার জন্য রোদে, গরমে, বৃষ্টিতে কষ্ট করে অপেক্ষা করতে হয় যাত্রীদের। সেজন্যই ওই জায়গায় এসি বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। আর পুরনিগমের ফান্ড থেকে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় করে নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে।
advertisement
নিজেদের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা বলছেন, কল্যাণেশ্বরী মন্দির জেলার অন্যতম পুরনো একটি মন্দির। একইসঙ্গে এই মন্দিরের প্রতি বহু মানুষের ভক্তি জড়িয়ে রয়েছে। বিশেষ তিথি গুলিতে এখানে অসংখ্য মানুষের পুজো দেওয়ার ভিড় হয়।
আরও পড়ুন ঃ ‘রাত ১১টা পর্যন্ত তো কথা বলেছিলাম!’, অবাক যাদবপুরকাণ্ডে ধৃত আসিফের বাবা-মা
তাছাড়া সারা বছরই পুজো দেওয়ার জন্য মানুষজনের ভিড় লেগে থাকে এখানে। তার ফলে মন্দিরের সামনের বাস স্ট্যান্ডটি নতুন ভাবে তৈরি হয়ে গেলে, তা সবার জন্যই সুবিধার হবে। তাই পুরনিগমের নতুন বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : গরমে আর কল্যানেশ্বরী এসে কষ্ট হবে না, তৈরি হচ্ছে এসি বাসস্ট্যান্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement