Paschim Bardhaman: মাতৃত্ব! নিজের জীবন দিয়ে বোঝাচ্ছে একটি সারমেয়

Last Updated:

একেই বোধহয় বলে মাতৃত্ব। যে মাতৃত্বের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। শুধুমাত্র আছে পরম স্নেহ, ভালোবাসা আর আগলে রাখা। মাতৃত্বের স্বাদ যে শুধু মানুষই উপভোগ করতে চায়, এমনটাও নয়।

+
title=

পশ্চিম বর্ধমান :  একেই বোধহয় বলে মাতৃত্ব। যে মাতৃত্বের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। শুধুমাত্র আছে পরম স্নেহ, ভালোবাসা আর আগলে রাখা। মাতৃত্বের স্বাদ যে শুধু মানুষই উপভোগ করতে চায়, এমনটাও নয়। নিজের জীবন দিয়ে তা বুঝিয়ে চলেছে অন্ডাল থানার অন্তর্গত জামবাদ কোলিয়ারি এলাকায় একটি পথকুকুর। গত কয়েক দিন ধরে এই ছবি দেখা যাচ্ছে সেখানে। যেখানে মাতৃদুগ্ধ পান করিয়ে দুটি ছাগলছানাকে পরম যত্নে মাতৃস্নেহ বড় করে চলেছে সন্তানহীন পথকুকুর। নিজের স্তন্যপান করিয়ে ওই ছাগল ছানা দুটিকে বড় করে তুলেছে সে। শুধুমাত্র মাতৃত্বের স্বাদ উপভোগ করতে সারমেয়টির এমন ব্যবহার বলে স্থানীয়রা মনে করছেন। তবে ছাগলছানা দুটির মালিক প্রভাত বাউড়ির ধারণা অন্য তিনি বলছেন, শুধুমাত্র মাতৃত্ব নয়, সেখানে দুটি মাতৃহীন সন্তানের বেদনা বুঝতে পেরে সারমেয়টি নিজে এগিয়ে এসেছে। সন্তানহীন কুকুরটি মাতৃহীন দুটি সন্তানকে দিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চাইছে।
আর এমনই বিরল দৃশ্য বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে অন্ডালের জামবাদ এলাকায়। গত সপ্তাহ তিনেক ধরে ওই কুকুরটি ছাগলছানা দুটিকে বড় করে তুলেছে। মায়ের কোলে পরম যত্নে আগলে রাখছে সন্তানদের। জানা গিয়েছে, প্রভাত বাউরির বাড়িতে থাকা কুকুরটি কিছুদিন আগে সন্তান প্রসব করে। কিন্তু ওই কুকুর ছানাগুলি মারা যায়। আবার ওই একই বাড়িতে থাকা একটি ছাগলও একই সময় দুটি সন্তান প্রসব করে।
advertisement
advertisement
কিন্তু ভাগ্যের পরিহাসে ওই ছাগলটি দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকেই মাতৃহীন সন্তান দুটিকে বড় করে তুলেছে সন্তানহীন সারমেয়টি। যা দেখে অনেকেই কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন। আর সকলেই বাস্তবে প্রত্যক্ষ করছেন কাকে বলে মাতৃত্ব।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: মাতৃত্ব! নিজের জীবন দিয়ে বোঝাচ্ছে একটি সারমেয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement