'দাদা সাহেব ফালকে' খেতাবে ভূষিত বিনোদ খান্না
Last Updated:
কিংবদন্তী শিল্পী বিনোদ খান্নাকে ভূষিত করা হল 'দাদা সাহেব ফালকে' খেতাবে।
#নয়াদিল্লি: আজ ঘোষণা হল ৫৬তম জাতীয় পুরস্কারের তালিকা। কিংবদন্তী শিল্পী বিনোদ খান্নাকে ভূষিত করা হল 'দাদা সাহেব ফালকে' খেতাবে।
গরবছর এপ্রিল মাসে, ৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ। ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়ে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন।
কেরিয়ারের প্রথমদিকে, 'মেরা গাঁও মেরা দেশ', 'পূরব অওর পশ্চিম'-এর মতো ছবিতে, হিরো নয়, ভিলেনের চরিত্রে দেখা মিলত বিনোদ খান্নার। ১৯৭১-এ 'হাম তুম অওর উহ'-তেই প্রথম হিরোর চরিত্রে অভিনয়! সেই শুরু...! শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ৩ বছর আগে, শাহ রুখ খান আর কাজল অভিনীত 'দিলওয়ালে'-তে।
advertisement
advertisement
জাতীয় পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ মে।
Location :
First Published :
April 13, 2018 7:09 PM IST