• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • 'দাদা সাহেব ফালকে' খেতাবে ভূষিত বিনোদ খান্না

'দাদা সাহেব ফালকে' খেতাবে ভূষিত বিনোদ খান্না

file photo

file photo

কিংবদন্তী শিল্পী বিনোদ খান্নাকে ভূষিত করা হল 'দাদা সাহেব ফালকে' খেতাবে।

 • Share this:

  #নয়াদিল্লি: আজ ঘোষণা হল ৫৬তম জাতীয় পুরস্কারের তালিকা। কিংবদন্তী শিল্পী বিনোদ খান্নাকে ভূষিত করা হল 'দাদা সাহেব ফালকে' খেতাবে।

  গরবছর এপ্রিল মাসে, ৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ।  ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়ে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন।

  কেরিয়ারের প্রথমদিকে, 'মেরা গাঁও মেরা দেশ', 'পূরব অওর পশ্চিম'-এর মতো ছবিতে, হিরো নয়, ভিলেনের চরিত্রে দেখা মিলত বিনোদ খান্নার। ১৯৭১-এ 'হাম তুম অওর উহ'-তেই প্রথম হিরোর চরিত্রে অভিনয়! সেই শুরু...! শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ৩ বছর আগে, শাহ রুখ খান আর কাজল অভিনীত 'দিলওয়ালে'-তে।

  জাতীয় পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ মে।

  আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী !

  First published: