Uttar Dinajpur News: ছাগল প্রতিপালন করে স্বনির্ভর হচ্ছে চক দিলালপুরের মহিলারা

Last Updated:

এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা ছাগল পালন করেন। এভাবেই তাঁরা সংসারের অনটন দূর করেছেন

+
title=

উত্তর দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চক দিলালপুর। বহু যুগ ধরে এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। যদিও চাষে লাভ হবে এমন নিশ্চয়তা নেই। আবহাওয়া বিরূপ হলেই বড় ক্ষতির মুখে পড়তে হত। তাই বিকল্প কোনও কিছুর ভাবনা অনেকদিন ধরেই কাজ করছিল এখানকার মানুষের। অবশেষে ছাগল প্রতিপালন করে স্বনির্ভর হয়ে উঠতে শুরু করেছেন এখানকার মহিলারা।
বর্তমানে উত্তর দিনাজপুরের এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা ছাগল পালন করেন। এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামের মহিলারা জানান, একটা সময় হাতখরচের জন্য স্বামীর কাছে হাত পাততে হত। কিন্তু আজ তাঁরা ছাগল পালন করে নিজেদের রোজগার নিজেরাই করতে পারছেন। তাই কারোর কাছে আর হাত পাততে হয় না। বরং তাঁরাই সংসারে কিছুটা সাহায্য করে থাকেন।
advertisement
advertisement
এই ছাগল প্রতিপালন করে চক দিলালপুর গ্রামের মহিলাদের ভাল লাভ হচ্ছে। কোনরকম সরকারি সাহায্য ছাড়াই তাঁরা এই সাফল্য পেয়েছেন। বলা যেতে পারে মহিলাদের এই ছাগল পালনের হাত ধরেই ঘুচেছে সংসারের অনটন। আগামী দিনে তাঁরা এই উদ্যোগকে আরও বড় করে তুলতে চান।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ছাগল প্রতিপালন করে স্বনির্ভর হচ্ছে চক দিলালপুরের মহিলারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement