উত্তর দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চক দিলালপুর। বহু যুগ ধরে এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। যদিও চাষে লাভ হবে এমন নিশ্চয়তা নেই। আবহাওয়া বিরূপ হলেই বড় ক্ষতির মুখে পড়তে হত। তাই বিকল্প কোনও কিছুর ভাবনা অনেকদিন ধরেই কাজ করছিল এখানকার মানুষের। অবশেষে ছাগল প্রতিপালন করে স্বনির্ভর হয়ে উঠতে শুরু করেছেন এখানকার মহিলারা।
আরও পড়ুন: লড়াকু আদিবাসী মায়েদের সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
বর্তমানে উত্তর দিনাজপুরের এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা ছাগল পালন করেন। এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামের মহিলারা জানান, একটা সময় হাতখরচের জন্য স্বামীর কাছে হাত পাততে হত। কিন্তু আজ তাঁরা ছাগল পালন করে নিজেদের রোজগার নিজেরাই করতে পারছেন। তাই কারোর কাছে আর হাত পাততে হয় না। বরং তাঁরাই সংসারে কিছুটা সাহায্য করে থাকেন।
এই ছাগল প্রতিপালন করে চক দিলালপুর গ্রামের মহিলাদের ভাল লাভ হচ্ছে। কোনরকম সরকারি সাহায্য ছাড়াই তাঁরা এই সাফল্য পেয়েছেন। বলা যেতে পারে মহিলাদের এই ছাগল পালনের হাত ধরেই ঘুচেছে সংসারের অনটন। আগামী দিনে তাঁরা এই উদ্যোগকে আরও বড় করে তুলতে চান।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farming, Goat, House Wife, Uttar dinajpur News, Women