Durga Puja 2023: থাইল্যান্ডের বিখ্যাত ‘বৌদ্ধ মন্দির’ এ বার রায়গঞ্জে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: ওয়াট রং কুন এই বিশ্ব বিখ্যাত মন্দিরের আদলে এবার নির্মাণ হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুরের দুর্গোৎসব কমিটির মণ্ডপ।
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির হল ওয়াট রং কুন যা হোয়াইট টেম্পল হিসাবেও পরিচিত। পুজোর সময় আপনি যদি এই বৌদ্ধ মন্দির চাক্ষুষ করতে চান, তাহলে আপনাকে আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয়। এ বার তাঁদের থিম থাইল্যান্ডের ওয়াট রং কুন। উত্তর দিনাজপুরে বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম সুদর্শনপুরের দুর্গোৎসব কমিটির পুজো।
আধুনিকতা ও নতুনত্বের থিম নিয়ে প্রতিবছরই সুদর্শনপুর সর্বজনীন এই পুজো নতুন কিছু উপহার দেয় শহরবাসীকে। এ বারও রায়গঞ্জ শহরবাসীকে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির উপহার দিচ্ছে তাঁরা। তাঁদের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের ওয়াট রং কুন (Wat Rong Khun) যেটা থাইল্যান্ডের হোয়াইট টেম্পল নামেও পরিচিত। ওয়াট রং এই বিশ্ব বিখ্যাত মন্দিরের আদলে এ বার নির্মাণ হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুরের দুর্গা পুজোর প্যান্ডেল।
advertisement
advertisement
এই দুর্গা পুজো কমিটির সদস্য অভিষেক কুমার ঘোষ জানান ‘‘প্রতিবছরই আমরা এই পুজোয় কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি।থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির হল ওয়াট রং। এ বার আমাদের থিম হিসেবে বেছে নিয়েছি এই মন্দিরটিকে।এবারে এই পুজো ৭৪ বছরে পা রাখছে।এ বার মোট বাজেট ৫০ লক্ষ টাকা। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। থাইল্যান্ডের এই বৌদ্ধ মন্দির এবার যে রায়গঞ্জবাসীর মন কাড়বে পুজোয়, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 11:55 AM IST
