Uttar Dinajpur News: বাংলাদেশের নদীর জলে চোপড়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, নির্বিকার প্রশাসন!
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
চোপড়ার ডক নদীতে জলস্ফীতির জেরে ক্ষতির সম্মুখীন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। তার উপর বাংলাদেশের করতোয়া নদীর জল প্রবল বেগেো বিভিন্ন এলাকায় ঢুকছে।
চোপড়া: প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার একাধিক গ্রাম। চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের গোয়াবাড়ি, নয়াহাট সহ বেশিরভাগ জায়গা জলমগ্ন হওয়ায় ব্যাহত জনজীবন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যায় নদীগুলি। চোপড়ার ডক নদীতে জলস্ফীতির জেরে ক্ষতির সম্মুখীন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ।
অন্যদিকে, চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে বাংলাদেশের করতোয়া নদীর জল প্রবেশ করায় সাতটির ও বেশি গ্রামে বানভাসি এলাকাবাসী। প্রায় এক কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বাংলাদেশের করতোয়ার জল প্রবল বেগে নদী পথে বিভিন্ন এলাকায় ঢুকছে।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, তাঁদের এই অসহায় অবস্থাতেও কোনও হেলদোল নেই প্রশাসনের। বার বার সাহায্যের আবেদন করেও কোনও লাভ হয়নি বলেও অভিযোগ একাংশের। স্থানীয় গ্রামবাসী নাজমা খাতুন, রব্বানী শহীদ ও মমিরুল জানান প্রতিবছর বর্ষাতে তাদের এই দুর্ভোগে পড়তে হয়। গ্রামবাসীরা জানান শোবার ঘর, রান্নাঘরেও জল ঢুকে যাচ্ছে ফলে গবাদি পশু সমেত ঘরের বাইরে রাত কাটাতে হচ্ছে তাদের।
advertisement
এ ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দুলাল মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান গোয়াবাড়ি এলাকায় কয়েকটা গ্রামের জল উঠেছে শুনেছি। তবে গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি করছে তাই সেখানে সমস্যা হচ্ছে। তবে খুব শীঘ্রই সেখানে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 01, 2023 1:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: বাংলাদেশের নদীর জলে চোপড়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, নির্বিকার প্রশাসন!






