Bangla News: বৃষ্টি না হওয়ায় পালা গানের মাধ্যমে জল দেবতাকে আহ্বান গ্রামবাসীদের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Bangla News: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রামের চাষীরা বৃষ্টির দেবতার কাছে যাত্রাপালার মাধ্যমে এ দিন জলের আবেদন।
উত্তর দিনাজপুর: বর্ষার মরসুমেও বৃষ্টি নেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে। বৃষ্টি না থাকায় আমন ধান চাষী থেকে পাট চাষী সকলকে খুব সমস্যায় পড়তে হচ্ছে। তা থেকে পরিত্রাণ পেতে কালিয়াগঞ্জ ব্লকের দাসিয়ার পীরবন্ধু এলাকার চাষীরা অভিনব উপায়ে সারারাত জল দেবতার গানের আসর বসিয়ে জলের প্রার্থনা করল। বৃষ্টির আশায় শুখা নদী শ্রীমতীর বক্ষে এই যাত্রাপালা আয়োজন করা হয় অনন্তপুর অঞ্চলের দাসিয়া পীরবন্ধু এলাকায়।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রামের চাষীরা বৃষ্টির দেবতার কাছে যাত্রাপালার মাধ্যমে এ দিন জলের আবেদন জানান। রাধা-গোবিন্দ সেজে কিশোর কিশোরীদের নিয়ে এই পালা গানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃষ্টির জলের জন্য আহ্বান জানানো হয়।

advertisement
আরও পড়ুনঃ নিজের বুকেই গুলি করলেন সিপিএম নেতা! বাংলায় ভয়াবহ ঘটনা, কী কারণ, জানলে আঁতকে উঠবেন
দাসিয়ার পীরবন্ধু গ্রামের চাষী সপেন বর্মন এক সাক্ষাৎকারে বলেন শ্রাবণ মাসে প্রতি বছর এই সময় আমাদের ধান রোয়ার কাজ প্রায় শেষ হয়ে যায়। অথচ এ বার আমরা এখনও জলের অভাবে ধান রোপার কাজ শুরু করতে পারলাম না।
advertisement
তবে আমাদের বিশ্বাস আমরা জলের জন্য যে সারারাত ধরে পালা করেছি তার ফল দুই একদিনের মধ্যেই বৃষ্টি হবে। আমাদের জলদেবতার কাছে আরাধনার ফল বিফলে যাবে না। উল্লেখ্য, বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন চাষীরা আমন ধানের চারা লাগাতে পারছে না, তেমনি একই রকম ভাবে জমি থেকে পাট কাটার পর জলের অভাবে পাট জাক দিতে পারছে না পাট চাষীরা।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 2:46 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Bangla News: বৃষ্টি না হওয়ায় পালা গানের মাধ্যমে জল দেবতাকে আহ্বান গ্রামবাসীদের