Scrub Typhus: পোকার কামড়ে ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে! হাসপাতালে ভর্তি ২৬
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Scrub Typhus: ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, ইতিমধ্যে ২৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। উল্লেখ্য বর্ষার মধ্যেই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা।
করোনার মতোই এই রোগের মূল উপসর্গই হল জ্বর ও শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। আর ডেঙ্গি, স্ক্রাব টাইফাস আর করোনার মধ্যে প্রাথমিক উপসর্গই হল জ্বর।
advertisement
এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে যান। প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস।
advertisement
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দাবি, শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। হাসপাতাল সূত্রের খবর, অনুযায়ী এই রোগে আক্রান্ত প্রত্যেক রোগী জ্বর, প্রবল মাথাব্যথা সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 11:15 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Scrub Typhus: পোকার কামড়ে ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে! হাসপাতালে ভর্তি ২৬