School News: গোটা স্কুলে এদিকে-ওদিকে ছড়িয়ে কন্ডোম! রাতে কী চলে এই প্রাথমিক স্কুলে? ভয়াবহ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
School News: রাতে কী চলে এই স্কুলে? ভয়াবহ ঘটনা সামনে এল। জানুন
উত্তর দিনাজপুর: বাচ্চাদের স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কন্ডোম । সকাল দশটা নাগাদ স্কুল খুলতেই ছাত্র-ছাত্রীরা দেখতে পায় স্কুলের মাঠে ও বাথরুমে ছড়িয়ে রয়েছে বহু কন্ডোম। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নারায়নপুর এফ পিস্কুল চত্বরে।
স্কুলে এত রকম নিষিদ্ধ বস্তু দেখে প্রশ্ন উঠছে, রাতে স্কুলের ভিতরে তবে কি কোন গোপন কার্যকলাপ চলছে?এই বিষয়ে অভিভাবকদের এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ কিছু দুষ্কৃতীরা নেশা-সহ দেহ ব্যবসা এবং কিছু অসামাজিক কার্যকলাপ ঘটাচ্ছে স্কুলে। দিনের পর দিন এই কার্যকলাপ যেন বেড়েই চলছে।
advertisement
advertisement
শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দাবি এলাকায় যাতে পুলিশ প্রশাসন প্রতিনিয়ত পেট্রোলিং করে এবং দোষীদের গ্রেফতারের দাবিও জানান । শিক্ষক মহল থেকে শুরু করে গ্রামবাসীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনাকে ঘিরে শিক্ষক মহল থেকে শুরু করে গ্রামবাসীরা এই বিষয়টি ভাল চোখে দেখেনি। তারা প্রশাসনের সাহায্য চেয়ে এই বিষয়টিকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে। এরকম অসামাজিক কার্যকলাপ যদি দিনের পর দিন বাড়তে থাকে ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হবে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 7:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
School News: গোটা স্কুলে এদিকে-ওদিকে ছড়িয়ে কন্ডোম! রাতে কী চলে এই প্রাথমিক স্কুলে? ভয়াবহ