Ilish Price: ইলিশ মাছ নাকি লটারি! গঙ্গার ইলিশের কেজি প্রতি দাম বিশাল! তবে লটারি কেন? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Ilish Price: লটারি আর ইলিশ মাছ! বিষয়টা কী জানলে অবাক হবেন! গঙ্গার ইলিশের দাম শুনলে চমকে যাবেন!
হুগলি: সমুদ্রে ইলিশ মাছ ব্যাপক আকারে ধরা পড়লেও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ইলিশ মাছ লটারি। এমনটাই বলছেন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। তবে লটারি বলার সার্থকতা তো আছেই একদিন জালে রুপোলি দর্শন পেলে লক্ষ্মী লাভ ও হয় ভালই। তবে তা প্রতিদিন হয় না। কারণ কোন কোন দিন ৬ থেকে ৭ ঘণ্টা গঙ্গায় নৌকার মধ্যে জাল ফেললেও জালে ধরা পড়ে না ইলিশ। আর ইলিশ না উঠলে রোজগার ও নেই।
বাজারে গঙ্গার ইলিশ বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকা কেজিতে। আবার বড় মাছ হলে আরও দাম। তাই কঠিন পরিশ্রম মেহনত করেও যদি কিছু না মেলে তাহলে এই কঠিন পরিশম ব্যর্থ হয় মৎস্যজীবীদের। তবে ভাগ্যললক্ষ্মী সহায় থাকলে জালে ধরা পড়ে কেজি কেজি সাইজের ইলিশ। সেই দিন আবার বেশ ভাল রোজগার হয় তাদের। পুরোটাই লটারি খেলার মতন হয়ে গেছে তাদের জীবনে ইলিশ মাছ ধরা।
advertisement
advertisement
জীবনের বাজি রেখে গঙ্গায় মাছ ধরতে যান এই মৎসজীবীরা। বর্ষার সময় দুর্যোগ ঝড় বিপদ লেগেই থাকে। এই যেমন মহাদেব চন্দ্র দাস। দীর্ঘ ৪০ বছর ধরে গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে এখন শুধু মাছ ধরে সংসার চলে না তাই অন্য সময় অন্য কাজ করে উপার্জন করতে হয়। মহাদেবের বাবাও একজন মৎস্যজীবী ছিলেন। তার জীবিকা নির্বাহ করত গঙ্গা ও নৌকার উপরেই। কিন্তু যখন মহাদেবের ৯ মাস বয়স তখন নদীতে জাল ফেলতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয় তার বাবার। মা গঙ্গা যেমন দেয় তেমন ঠিক নিয়েও নেয়। ঠিক যেন লটারি।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 6:39 PM IST