Jagannath Rath Yatra 2024: মায়াপুরের ইসকনের রথ এবার এই জেলাতে! রশিতে টান দিতে অপেক্ষায় জেলাবাসী
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
মায়াপুরের ইসকনের আদলে রথ এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। রথের রশিতে টান দিতে অপেক্ষায় জেলাবাসী।
উত্তর দিনাজপুর: হাতে মাত্র একটি দিন তারপরই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে। রবিবার রথে চড়ে মাসি গুণ্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে শুধু পুরীতেই নয় এই রথ যাত্রায় মায়াপুরের ইসকন মন্দিরেও বের হয় সুবিশাল রথ। তবে আপনারা যদি এই সময় পুরী কিংবা মায়াপুরে নাও যেতে পারেন তবে চিন্তা নেই। এবার ইসকনের রথ দেখা যাবে এই জেলাতেই।
মায়াপুরের ইসকনের আদলেই এবার সাজতে চলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর রথ। ইসকনের শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে এবার সুবিশাল রথ। এই রথ তৈরি করতে প্রায় খরচ পড়ছে ৭ থেকে ৮ লক্ষ টাকা। হাতে মাত্র আর একটি দিন তাই ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কালিয়াগঞ্জ শহরের মিলন পাড়ায় এবার বের হবে রথ।
advertisement
advertisement
ইসকনের আদলে এই রথ তৈরি হচ্ছে আকাশমনি ও শাল কাঠ দিয়ে। উদ্যোক্তা সজল কুমার সাহা জানান, ইসকন অনুমোদিত এই প্রথম শুরু হয়েছে এই রথ। ইসকন থেকে আসা প্রায় ১০ থেকে ১২ জন মিস্ত্রি প্রায় একমাস ধরে এই রথ তৈরি করছেন। এই রথ যাত্রায় এবারের বিশেষ আকর্ষণ থাকবে ব্যান্ড, আদিবাসী নৃত্য ও ট্যাবলো। সবকিছু মিলিয়ে এবার উত্তরে নতুন চমক দেবে ইসকনের অনুমোদিত কালিয়াগঞ্জ এর এই রথযাত্রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 6:58 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Jagannath Rath Yatra 2024: মায়াপুরের ইসকনের রথ এবার এই জেলাতে! রশিতে টান দিতে অপেক্ষায় জেলাবাসী
