Uttar Dinajpur News: রায়গঞ্জের এক্সপো মেলায় এবার মূল আকর্ষণ রেঞ্জার রাইড! তুমুল ভিড়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
উদ্বোধন হল রায়গঞ্জ এক্সপ্রো মেলা। যার বিশেষ আকর্ষণ হল রেঞ্জার রাইড। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসছেন।
উত্তর দিনাজপুর: উদ্বোধন হল রায়গঞ্জ এক্সপো মেলা। এই মেলার এবারের বিশেষ আকর্ষণ হল রেঞ্জার রাইড। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসছেন। রায়গঞ্জ এক্সপো মেলায় প্রথম দিনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ৫ বছর পর এই এক্সপো মেলায় সাধারণ মানুষদের বিনোদনের জন্য নিয়ে আসা হয়েছে রেঞ্জার রাইড। বিদেশি এই রেঞ্জার রাইডে উঠতে এদিন বহু মানুষের ভিড় দেখা যায়।
এছাড়াও প্রতি বছরের মতো বহু ধরনের স্টলও রয়েছে এই এক্সপো মেলায় প্রধান আকর্ষণ। জানা যায় এই মেলা চলবে ১ মাস ব্যাপী। শুধু এই রাজ্যই নয় বাইরের রাজ্য থেকেও বেশ কিছু ব্যবসায়ীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। মেলার কর্ণধার অভিষেক চক্রবর্তী জানান রায়গঞ্জবাসী সারা বছর এক প্রকার অপেক্ষা করে থাকে এই মেলার জন্য। বিভিন্ন হস্তশিল্পের স্টলও এসেছে এবার মেলাতে।
advertisement
advertisement
প্রশাসনের সাহায্য নিয়ে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার আশা প্রকাশ করেন অভিষেক বাবু। তিনি জানান বিগত নয় বছর ধরে এই মেলা রায়গঞ্জের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এবছর দশম তম বর্ষে পদার্পণ করল এই মেলা। বিগত বছরের তুলনায় এ বছর আরো প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা রাখছেন মেলা কর্তৃপক্ষ।
advertisement
জানা যায় শুধুমাত্র রায়গঞ্জ শহরই নয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষেরা এসে এই মেলায় ভিড় জমান। প্রতিবছরের মত এ বছরও রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। সেখানে হস্তশিল্প জাত নানান সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টল রয়েছে।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 8:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: রায়গঞ্জের এক্সপো মেলায় এবার মূল আকর্ষণ রেঞ্জার রাইড! তুমুল ভিড়