Prohibitted saline: মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি! রায়গঞ্জ মেডিক্যাল কলেজেও দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Prohibitted saline: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতেও হুঁশ ফেরেনি। এখনও দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ঘটনা।
রায়গঞ্জ: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতেও হুঁশ ফেরেনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজের। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা জারির ২৪ ঘণ্টা পরও রায়গঞ্জ মেডিকেলে রমরমিয়ে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন। সেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। কার মদতে, কী ভাবে? উঠছে প্রশ্ন। আতঙ্কে রোগী ও তাদের পরিজনেরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্যালাইন দেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চারজন প্রসূতি৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আরও দু জন৷ জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন আর এক প্রসূতি৷
advertisement
advertisement
নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন কালো তালিকাভুক্ত করেছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন৷ ডিসেম্বর মাসে রাজ্য সরকারের স্টেট ড্রাগ কন্ট্রোল এন্ড রিসার্চ ল্যাবরেটরিও কালো তালিকাভুক্ত ঘোষণা করে৷ তার পরেও কী ভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতিদের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস-এর তৈরি রিংগার ল্যাক্টেড স্যালাইন দেওয়া হয়েছে, সেটা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। এবার আবার রায়গঞ্জে এত কিছুর পরেও কেন ওই স্যালাইন ব্য়বহার করা হচ্ছে তাতেই প্রশ্ন উঠেছে রোগীদের নিরাপত্তা নিয়ে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 4:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Prohibitted saline: মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি! রায়গঞ্জ মেডিক্যাল কলেজেও দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন

