Uttar Dinajpur News: ব্যাডমিন্টনে রাজ্যের সেরা তকমা পেল রায়গঞ্জের পর্ণা দত্ত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সম্প্রতি কলকাতার হরিনাভিতে ৮৫ তম পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে পর্ণা সেরার কেতাব ছিনিয়ে আনে।
উত্তর দিনাজপুর: ব্যাডমিন্টনে রাজ্যের সেরা তকমা পেল রায়গঞ্জের পর্ণা দত্ত। ৮৫ তম পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট ব্যাটমিন্টন প্রতিযোগিতায় সেরা শিরোপা পেয়েছে রায়গঞ্জ শহরের বিননগর এলাকার বাসিন্দা পর্ণা দত্ত। বর্তমানে সে অষ্টম শ্রেণীর ছাত্রী। ছোট থেকেই ব্যাডমিন্টনের প্রতি নেশা ছিল পর্ণার। পড়াশুনার ফাঁকে ফাঁকে ব্যাডমিন্টন নিয়ে এগোতে চায় সে।
কলকাতার হরিনাভিতে সম্প্রতি ৮৫ তম পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে পর্ণা সেরার কেতাব ছিনিয়ে আনে। ব্যাডমিন্টন নিয়ে বর্তমানে পর্ণা দিল্লির নয়ডায় প্রশিক্ষণ নিচ্ছে। তার স্বপ্ন আগামী দিনে আরও বড় জায়গায় যাওয়ার।
advertisement
advertisement
এদিন কলকাতা থেকে রায়গঞ্জে ফিরতেই উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। ক্রীড়া সংস্থার সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান পর্ণার এই সাফল্যে গর্বিত রায়গঞ্জ বাসী। বর্তমানে পর্ণা পড়াশুনোর ফাঁকে ফাঁকে দিল্লির নয়ডায় ব্যাডমিন্টনের কোচিং নিচ্ছে। ছোট থেকেই তার ধ্যান জ্ঞান সবটাই ব্যাডমিন্টন।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 7:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ব্যাডমিন্টনে রাজ্যের সেরা তকমা পেল রায়গঞ্জের পর্ণা দত্ত







