Lifestyle Hacks: খরচ নেই! গরমে ট্যাঙ্কের জলকে ঠান্ডা করুন অভিনব উপায়ে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Lifestyle Hacks: বেলা দশটা হতে না হতেই বাড়ির ব্যবহারযোগ্য জলের ট্যাঙ্কর জল আগুন হয়ে যায়।
গোয়ালপোখোর: প্রবল গরমে অসহ্য সাধারণ মানুষ। তীব্র তাপ প্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অবস্থা অত্যন্ত শোচনীয়। গরমে নাজেহালএই অবস্থায় সবথেকে কঠিন এবং সহজ কাজ হল ঠান্ডা জল দিয়ে স্নান করা। স্নান করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা আমরা স্নানঘরে কাটিয়ে দিতে পারি কিন্তু ঠান্ডা জল কোথায়?
বেলা দশটা হতে না হতেই বাড়ির ব্যবহারযোগ্য জলের ট্যাঙ্কর জল আগুন হয়ে যায়। এই অবস্থায় বিনা খরচে বাড়ির জল ট্যাঙ্কের গরম জলকে ঠান্ডা করার জন্য অভিনব উপায় বের করলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের সাহাপুরের বাসিন্দা কালিব দাস। তিনি তাঁর বাড়ির ছাদের জলাধারের জল অভিনব উপায়ে খড়ের ছাউনি করে ঢেকে দিচ্ছেন। যার ফলে সরাসরি সেখানে রোদ পৌঁছাতে না পারায় জল অনেকটাই ঠান্ডা হয়েছে। নিজের বুদ্ধি ব্যবহার করে সফল হয়েছেন কালিব।
advertisement
advertisement
কালিব বলেন এই তীব্র গরমে জলের ট্যাঙ্ক গরম হয়ে যাওয়ায় জল ব্যবহার করা যাচ্ছিল না। এই পরিস্থিতি তিনি তাঁর বাড়ির পাশ থেকে কিছু খড়ের গাদা এনে জলের ট্যাঙ্ক ঢাকা দিয়ে দেওয়ায় ট্যাঙ্কের গরম জল খুব সহজেই এখন ঠান্ডা থাকছে। এই গরমে সকলকেই এভাবে জল ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন কালিব।
advertisement
কালিবের অভিনব এই উপায়কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ তপন চক্রবর্তী তিনি বলেন গরমের দিনে পরিবেশে তাপমাত্রা থাকে বেশি, অর্থাৎ বায়ুমণ্ডল একটু বেশি গরম থাকে অন্য সময় তুলনায়। খড়ের ঘরে সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকতে পারেনা। ফলে খড়ের ঘরের ভিতরটা থাকে ঠান্ডা। পরিবেশবিদ তপন চক্রবর্তী আরো জানান যে খড় হল তাপের জন্য কুপরিবাহী। তাই জলের ট্যাঙ্কিতে খড়ের ছাউনি দেওয়াতে খড়ের ভিতর দিয়ে তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। জলের ট্যাঙ্কিতে সূর্যের তাপ প্রবেশ করতে না পারলে জল ঠান্ডা ও স্বাভাবিক মাত্রায় থাকে। তপনবাবু আরো জানান এই তীব্র তাপপ্রবাহ বাড়ির জল ট্যাঙ্কির জলকে প্রত্যেকেই এই ভাবেই বিনা খরচে খড়ের ছাউনি দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। এর ফলে ট্যাঙ্কির গরম জল থেকে খুব সহজেই নিস্তার মিলবে।
advertisement
Piya Gupta
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 11:14 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Lifestyle Hacks: খরচ নেই! গরমে ট্যাঙ্কের জলকে ঠান্ডা করুন অভিনব উপায়ে