North Dinajpur News: পাট দিয়ে তৈরি হচ্ছে পশু পাখি! সত্যেন্দ্রনাথবাবুর হাতের কাজ পাড়ি দিচ্ছে বিদেশে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
পাটের তৈরি নানা শোপিস বানিয়ে চমক সত্যেন্দ্রেনাথবাবুর। বিক্রি করে ভাল টাকা আয় করেন তিনি। তাঁর হাতের কাজ পাড়ি দেয় দেশ বিদেশে।
উত্তর দিনাজপুর: দেখে মনে হবে আসল তবে না! পাট দিয়েই তৈরি হচ্ছে পশু পাখি। যার মধ্যে রয়েছে হরিণ,ময়ূর,বাঘ,সিংহ,হাতিসহ বিভিন্ন পশু পাখি। পাটের তৈরি এই পশুপাখি দিয়ে সাজছে ঘর। বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে জুটের সামগ্রী। দূষণ রুখতে পরিবেশবান্ধব পাটের সামগ্রী ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে সরকার।
বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ২০ বছর ধরে নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়। তার তৈরি এই পাটের সামগ্রী মুম্বই,আমেরিকা সহ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে। সত্যেন্দ্রনাথ রায় জানান, চাষবাসের পাশাপাশি অবসর সময়ে তিনি মাঠ থেকে কিংবা বাজার থেকে পাট কিনে নিয়ে তা দিয়ে সুতো বের করে বিভিন্ন ধরনের পশু পাখির শোপিস তৈরি করে থাকেন।
advertisement
advertisement
বাজার থেকে ভাল মানের বোম পাট দিয়েই তাঁর এই সামগ্রীগুলো তিনি তৈরি করে থাকেন। প্রায় ৫ হাজার টাকা কুইন্টাল দরে পাট কিনে নিয়ে আসেন। এ পাটের সামগ্রী ৫০ টাকা থেকে ২৫০-৩০০ এমন কী পাঁচশো হাজার টাকা দামে বিক্রি করা হয়। এছাড়া সত্যেন্দ্রনাথ বাবুর পাটের সামগ্রী গুলো বিভিন্ন সরকারি, বেসরকারি হস্তশিল্প মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন। সময় সঙ্গে পাল্টাচ্ছে মানুষের চিন্তা ভাবনা। জেলার এই সোনালী ফসল দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 12:59 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পাট দিয়ে তৈরি হচ্ছে পশু পাখি! সত্যেন্দ্রনাথবাবুর হাতের কাজ পাড়ি দিচ্ছে বিদেশে

 
              