North Dinajpur News: বাড়ছে জল, ফুঁসছে মহানন্দা! ভাঙনের আশঙ্কায় ঘুম নেই নদীপাড়ের বাসিন্দাদের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
বর্ষার বৃষ্টিতে বাড়ছে মহানন্দার জল। বাড়ছে ভাঙন। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা।
উত্তর দিনাজপুর:মহানন্দা নদীর তীরবর্তী ভাঙনের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষ। ইটাহার থানার বাড়িওল সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে মহানন্দ নদী। নদী পার সংলগ্ন বাঁধের রাস্তা ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। আসন্ন বর্ষায় নদীর জল বাড়লে আরোও ভাঙনের সম্ভাবনা রয়েছে।
মহানন্দা নদীর পাশ দিয়ে চলাচলের একমাত্র সড়ক ইতিমধ্যেই ভাঙনের মুখে। ভাঙনে দেড়শ টি পরিবার তাদের বাড়িঘর হারিয়ে বাস্তুহারা হয়েছে। ভাঙনে ঘর বাড়ি হারানোর আশঙ্কায় রয়েছে আরও পাঁচ হাজার পরিবার। এ ব্যাপারে বারংবার বিভিন্ন জায়গায় দরবার করা হলেও কেউ কখনো কোন উদ্যোগ গ্রহণ করেনি।
advertisement
advertisement
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান বলেন, ব্লক জুড়ে বেশ কিছু এলাকায় নদী ভাঙনের কাজে বিধায়ক প্রশাসনের সহযোগিতা করলেও বাড়িওয়েল গ্রাম এলাকায় নদী ভাঙনের বিষয়টি নজর রয়েছে তার বলে জানান। প্রতিবছর বর্ষার মরশুমে মহানন্দা নদীর জল বৃদ্ধি পায়। এর ফলে ভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে থাকে। এই নিয়ে দুশ্চিন্তায় ইটাহরের সাধারণ মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 5:27 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: বাড়ছে জল, ফুঁসছে মহানন্দা! ভাঙনের আশঙ্কায় ঘুম নেই নদীপাড়ের বাসিন্দাদের
